লা আলবিসেলেস্তা নামে পরিচিত আর্জেন্টিনা দলটি বর্তমানের ফুটবল বিশ্বের সমস্ত দলের মধ্যে অন্যতম সেরা একটি দল। ১৬ ই মে, ১৯০১ সালে উরুগুয়ের বিপক্ষে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটাই জয় দিয়ে শুরু করেছিল আলবিসেলেস্তারা। দিনে দিনে আর্জেন্টিনা দলের ফ্যান ফ্লোয়ার আকাশছোঁয়া হয়ে যাচ্ছে! অসংখ্য ভক্তকুল রয়েছে এই আর্জেন্টিনা দলের। প্রিয় দলের সম্পর্কে অনেক সময় অনেক অজানা বিষয় জানার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে আমরা হতাশ হয়ে ফিরে আসি! এজন্য আজকের আর্টিকেলে আর্জেন্টিনা দলের সমস্ত অজানা বিষয় ও আর্জেন্টিনা ফুটবল দল রাঙ্কিং, প্লেয়ারদের বেতন, অজানা ইতিহাস এবং সাফল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাস ও সাফল্য
নীল সাদার জার্সিতে যেনো এক অভিনবত্ব দেখায় আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনা জাতীয় দলের রয়েছে গৌরবময় ইতিহাস এবং এক চমৎকার সফলতার গল্প। ১৮৯৩ সালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল প্রতিষ্ঠিত হয়। দলটি গঠন হওয়ার প্রায় ৭ বছর পরে ১৯০১ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে আর্জেন্টিনা দল। সেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে এখন অবধি অসংখ্য ম্যাচ খেলেছে আর্জেন্টাইন তারকারা। সবসময়ই নিজেদের জাত চিনিয়ে এসেছে এই দলটি। বর্তমানে সফলতার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা জাতীয় দল।
আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয় এবং সাফল্য
১৯০১ সালে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো কোপা আমেরিকা ম্যাচ খেলেছে দলটি। এখন অবধি আর্জেন্টিনা একমাত্র দল যারা মোট ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। এমন রেকর্ড বা এমন সাফল্য হয়তো আর কোনো দলের নেই! এবং ওয়ার্ল্ডকাপ বা ফুটবল ফিফা বিশ্বকাপ নিয়ে বলতে গেলে এখন অবধি ট্রফিটা ছুঁয়ে দেখা এবং নিজেদের ঘরে নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে ৩ বার।
১৯৭৮ সাল: সেবার ফিফা বিশ্বকাপ আয়োজক ছিলো আর্জেন্টিনা। নিজেদের ঘরের মাটিতে সর্বপ্রথম বিশ্বকাপ জয়ের স্বাধ পায় আর্জেন্টিনা। ১৯৮৬ সাল: থিয়াগো ম্যারাডোনার নাম শোনেনি এমন ফুটবল প্রেমি হয়তো খুঁজে পাওয়া যাবে না। ১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে নিজেদের ২য় বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা দলটি। আয়োজক হিসেবে ছিলো মেক্সিকো। ২০২২ সাল: ১৯৮৬ সালের বিশ্বকাপের পরে দীর্ঘ ৩০ বছরের ও বেশি সময় ধরে এক বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন পুরো দলটাকে বেশ ভুগিয়েছে! সর্বশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাত ধরে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাধ পায় আলবিসেলেস্তারা। এই ফাইনাল ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ন ছিলো!
আর্জেন্টিনা জাতীয় দলের প্লেয়ারদের নাম এবং বেতন দেখে নিন
আমরা সকলেই জানি যে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অসংখ্য প্লেয়াররা খেলেছে, সবাইকে নিয়ে লিখতে গেলে আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে এজন্য বর্তমান সেরা খেলোয়াড়দের তালিকা এবং তাদের বেতন সম্পর্কে সমস্ত কিছু নিম্নে তুলে ধরা হলো:

প্লেয়ারদের নাম এবং বেতন
জার্সি নাম্বার | প্লেয়ার নাম | খেলার পজিশন | বেতন |
০১ | ফ্রাঙ্কো আরমানি | গোলরক্ষক | ১.০০ মিলিয়ন ইউরো |
০২ | লুকাস মার্টিনেজ কুয়ার্তা | ডিফেন্ডার | ১৫.০০ মিলিয়ন ইউরো |
০৩ | নিকোলাস ট্যাগলিয়াফিকো | ডিফেন্ডার | ৮.০০ মিলিয়ন ইউরো |
০৪ | গোনসালো মন্চিয়েল | ডিফেন্ডার | ১০.০০ মিলিয়ন ইউরো |
০৫ | লিয়ান্দ্রো প্যারেদেস | মিডফিল্ডার | ৮.০০ মিলিয়ন ইউরো |
০৬ | জার্মান পেজেলা | ডিফেন্ডার | ৩.০০ মিলিয়ন ইউরো |
০৭ | রদ্রিগো ডি পল | মিডফিল্ডার | ৩০.০০ মিলিয়ন ইউরো |
০৮ | মার্কোস এ্যাকুনা | ডিফেন্ডার | ৪.০০ মিলিয়ন ইউরো |
০৯ | জুলিয়ান আলভারেজ | ফরওয়ার্ড | ৯০.০০ মিলিয়ন ইউরো |
১০ | লিওনেল মেসি | ফরওয়ার্ড | ২৮.০০ মিলিয়ন ইউরো |
১২ | গেরোনিমো রুলি | গোলরক্ষক | ৫.০০ মিলিয়ন ইউরো |
১৩ | ক্রিশ্চিয়ান রোমেরো | ডিফেন্ডার | ৬০.০০ মিলিয়ন ইউরো |
১৪ | এক্সেকুইয়েল পালাসিওস | মিডফিল্ডার | ৪৫.০০ মিলিয়ন ইউরো |
১৫ | নিকোলাস গন্জালেস | ফরওয়ার্ড | ৩৫.০০ মিলিয়ন ইউরো |
১৬ | জিওভানি লো সেলসো | মিডফিল্ডার | ১৬.০০ মিলিয়ন ইউরো |
১৭ | অ্যালেজান্দ্রো গার্নাচো ফেরেরা | ফরওয়ার্ড | ৪৫.০০ মিলিয়ন ইউরো |
১৮ | রদ্রিগেজ | মিডফিল্ডার | ২০.০০ মিলিয়ন ইউরো |
১৯ | নিকোলাস ওটামেন্ডি | মিডফিল্ডার | ১.০০ মিলিয়ন ইউরো |
২০ | এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার | মিডফিল্ডার | ৭৫.০০ মিলিয়ন ইউরো |
২১ | পাওলো দিবালা | ফরওয়ার্ড | ২০.০০ মিলিয়ন ইউরো |
২২ | লাউতারো মার্টিনেজ | ফরওয়ার্ড | ১১০.০০ মিলিয়ন ইউরো |
২৩ | এমিলিয়ানো মার্টিনেজ | গোলরক্ষক | ২৮.০০ মিলিয়ন ইউরো |
২৪ | ইনজো ফার্নান্দেজ | মিডফিল্ডার | ৭৫.০০ মিলিয়ন ইউরো |
২৫ | লিসান্দ্রো মার্টিনেজ | ডিফেন্ডার | ৪৫.০০ মিলিয়ন ইউরো |
২৬ | মলিনা | ডিফেন্ডার | ২৮.০০ মিলিয়ন ইউরো |
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের নাম হলো; লিওনেল স্কালোনি
সর্বশেষ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বর্তমান রাঙ্কিং হলো ১ নাম্বার। দলটি সব দলের শীর্ষ স্থানে রয়েছে।
আরো পড়ুন: ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য
তো এই ছিলো আর্জেন্টিনা ফুটবল দল রাঙ্কিং, প্লেয়ারদের বেতন, অজানা ইতিহাস এবং সাফল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “আর্জেন্টিনা ফুটবল দল রাঙ্কিং, প্লেয়ারদের বেতন, অজানা ইতিহাস এবং সাফল্য”