আল হিলাল বনাম আল ফাতেহ হেড টু হেড পরিসংখ্যান এবং রাঙ্কিং আপডেট

সৌদি আরবের ক্লাবগুলো বর্তমানে পুরো ফুটবল বিশ্বে দাপট দেখিয়ে বেড়াচ্ছে। ক্লাবগুলোর বর্তমান জনপ্রিয়তা দেখলে মনে হয় একেকটা ক্লাব যেনো জাতীয় দলের সমান! আপনি যদি ফুটবল ভক্ত হয়ে থাকেন তাহলে তো নিশ্চয় সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল হিলাল ক্লাবের সম্পর্কে ধারণা রয়েছে, যে ক্লাবে ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং সাদীও মানে এর মতো বড় বড় তারকা রয়েছে। অন্যদিকে আল ফাতেহ ক্লাব সম্পর্কে তেমন কিছু না জানলেও তাদের নামটা হয়তো ঠিকই শুনে থাকবেন। আল ফাতেহ ক্লাবটি খুব ছোট একটি ক্লাব হলেও প্রতিপক্ষের জন্য হয়ে ওঠেন ভয়ংকর! আজকের আর্টিকেলে আল হিলাল বনাম আল ফাতেহ হেড টু হেড পরিসংখ্যান এবং রাঙ্কিং আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

আল হিলাল বনাম আল ফাতেহ রাঙ্কিং আপডেট

সৌদি আরবের দুইটি জনপ্রিয় ক্লাব আল হিলাল এবং আল ফাতেহ। রাঙ্কিং নিয়ে বলতে গেলে একটা ক্লাব আকাশে, আরেকটা মাটিতে! বুঝতে পারছেন না? আচ্ছা বুঝিয়ে বলছি;

আল হিলাল ক্লাবটি বর্তমানে সৌদি আরবের একটি সফল এবং জনপ্রিয় ক্লাব। ক্লাব ভিত্তিক রাঙ্কিং এ আল হিলাল এফসি বর্তমানে ১ নাম্বার পজিশনে রয়েছে। অন্যদিকে আল ফাতেহ ক্লাবটি নতুন এবং খুবই ছোট একটি ক্লাব। খুব একটা ভালো খেলোয়াড় নেই এই ক্লাবে! তবুও ক্লাবের অন্যান্য খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিদ্বন্দ্বী করে নিজেদেরকে ধরে রেখেছেন। ক্লাব ভিত্তিক রাঙ্কিং এ আল ফাতেহ এফসি বর্তমানে ১৮ নাম্বার পজিশনে রয়েছে!

আল হিলাল বনাম আল ফাতেহ হেড টু হেড পরিসংখ্যান

আল হিলাল বনাম আল ফাতেহ হেড টু হেড পরিসংখ্যান আলোচনার শুরুতেই বলতে চাই, এ দুইটি ক্লাবের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না!

  • তবে এতটুকু তথ্য পেয়েছি যে এখন অবধি তারা সর্বমোট ৩৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। তবে সবসময় বা বেশিরভাগ সময়েই আল হিলাল ক্লাবটি জয় পেয়েছে, তবে আল ফাতেহ ক্লাবটি জয় না পেলেও তারা সবসময় চমৎকার প্রতিরোধ এবং হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গিয়েছে।
  • ২০১০ সালে আল হিলাল বনাম আল ফাতেহ ক্লাবটি সর্বপ্রথম একে অন্যের মুখোমুখি হয়েছিল। এরপর থেকে সর্বমোট ৩৩ বার মুখোমুখি হয়েছে এ দুই ক্লাব। শক্তিশালী দিকের কথা বললে আল ফাতেহ ক্লাবের তুলনায় আল হিলাল প্রচুর শক্তিশালী।
  • ম্যাচ বিশ্লেষণ করতে গেলে, আল হিলাল ক্লাবটি সর্বমোট ৬০% বিজয়ী হয়েছে। অপরদিকে আল ফাতেহ ক্লাবটি মাত্র ২০% বিজয়ী এবং ২০% ম্যাচ ড্র হয়েছে

সাম্প্রতিক পারফরম্যান্স আল হিলাল বনাম আল ফাতেহ

আগেই বলেছি, বর্তমানে সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী ক্লাব হলো আল হিলালআল হিলালের ধারে কাছে দাঁড়ানোর মতো কোনো দ্বিতীয় ক্লাব নেই। অন্যদিকে আল ফাতেহ খুবই ছোট একটি ক্লাব। তবে শেষ কয়েকটি মৌসুমে আল হিলালের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আল ফাতেহ। হাড্ডাহাড্ডি লড়াইয় চালিয়ে ২০২১ সালের সৌদি আরবের প্রিমিয়ার লীগ এ আল হিলালকে হারিয়ে এক অনন্য ইতিহাস রচনা করেছে আল ফাতেহআল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেবার বড় চমক দেখিয়েছিল আল ফাতেহ

আরেকটু বলে রাখি, আল হিলাল এবং আল ফাতেহ এ দুই দলের মধ্যে পারফরম্যান্সের আরেকটু পার্থক্য হলো; আল হিলালের খেলার স্টাইল এবং জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় থাকার কারণে প্রতিপক্ষের উপর তারা দারুণ চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে নতুন এবং ছোট দল হওয়ার কারণে আল ফাতেহ প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করার রপ্ত এখনো আয়ত্ত করতে পারেনি!

২০২৪/২৫ সিজনে আল হিলাল এবং আল ফাতেহ ক্লাবের পারফরম্যান্স পরিসংখ্যান

আল হিলালআল ফাতেহ
সর্বমোট ম্যাচ১৫১৫
সর্বমোট গোল দিয়েছে৪৮১২
সর্বমোট গোল খেয়েছে১৪৩৫
সর্বশেষ ৫ ম্যাচে জয়০৪
সর্বশেষ ৫ ম্যাচে হার০১০৫
সর্বশেষ ৫ ম্যাচে ড্র
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫
আল হিলাল বনাম আল ফাতেহ হেড টু হেড পরিসংখ্যান এবং রাঙ্কিং আপডেট
আল হিলাল বনাম আল ফাতেহ

আল হিলাল সম্পর্কে একটু ধারণা

বর্তমানে আল হিলাল ক্লাবটি সৌদি ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ক্লাব। বিভিন্ন দেশের জাতীয় দলের নামীদামী সব খেলোয়াড়দের কে নিজেদের দলে ভিড়িয়ে নিজেদেরকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়! জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অনেক শিরোপা জিতেছে আল হিলাল ক্লাবটি। বর্তমানে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আল হিলাল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ রয়েছে

আল হিলাল ক্লাবের একাধিক বড়-বড় শিরোপা রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো; সৌদি প্রিমিয়ার লীগ, কিং কাপ লীগ এবং এশিয়ান চ্যাম্পিয়ন লীগআল হিলাল ক্লাবের অধিকাংশ খেলোয়াড় জাতীয় দলের জনপ্রিয় খেলোয়াড়। বর্তমানে আল হিলাল ক্লাবে- নেইমার জুনিয়র, সাদীও মানে, ওয়েল্ডেন, বাফেটিম্বি, গোমিস এবং সামেল আল দোশারির মতো শক্তিশালী খেলোয়াড় রয়েছে

আল ফাতেহ সম্পর্কে একটু ধারণা

অনেকে হয়তো আল ফাতেহ ক্লাবের নামটিও শোনেনি! আল ফাতেহ সৌদি আরবের খুবই ছোট একটি ক্লাব। ছোট ক্লাব হলেও নিজেদের চেষ্টার মাধ্যমে ইতিমধ্যেই ক্লাবটি খেলা প্রেমিদের আলোচনায় উঠে এসেছে। গত কয়েক বছর ধরে নিজেদের চেষ্টা, শক্তি এবং সাফল্য দিয়ে অনেক খ্যাতি অর্জন করেছে আল ফাতেহ ক্লাবটি।

সাম্প্রতিক আল ফাতেহ ক্লাবটি কিছু সময়ে বেশ ভালো অপ্রত্যাশিত চমক দেখিয়েছে। ক্লাবটি ছোট হলেও মাঝেমধ্যে বড় বড় দলের বিপক্ষ জয় ছিনিয়ে এনে আলোচনায় উঠে এসেছে এই ক্লাবটি। বিশেষ করে ২০১৪ সালে সৌদি প্রিমিয়ার লীগ বিজয়ী হওয়ার পরে বেশ ভালো একটি সম্মানজনক পজিশন উঠে এসেছে এই দলটিআল ফাতেহ ক্লাবে জাতীয় দলের খেলোয়াড় না থাকলেও কিছু ভালো অভিজ্ঞতা সম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।

আল হিলাল ম্যাচগুলো কিভাবে দেখা যাবে?

আল হিলাল খুবই জনপ্রিয় একটি ক্লাব। বর্তমানে প্রচুর জনপ্রিয়তা রয়েছে আল হিলালের। আপনারা যারা খেলা দেখতে চান তারা অনলাইনে বিভিন্ন পোর্টালে লাইভ খেলা উপভোগ করতে পারবেন। এবং আল হিলালের সাথে সম্পৃক্ত এমন টিভি চ্যানেলগুলেও আল হিলালের খেলা দেখতে পারবেন।

আরো পড়ুন: লামিন ইয়ামাল এর ধর্ম, বয়স এবং আন্তর্জাতিক গোল সম্পর্কে আপডেট তথ্য

তো এই ছিলো আল হিলাল বনাম আল ফাতেহ হেড টু হেড পরিসংখ্যান এবং রাঙ্কিং আপডেট তথ্য। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

Leave a Comment