আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ এবং জমকালো একটি আয়োজন হলো ‘আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি (ICC Champions Trophy)’। ক্রিকেট বিশ্বের সেরা দলগুলো থেকে বাছাই করে সেখান থেকে মাত্র ৮টি দল এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ পায়! ক্রিকেট বিশ্বকাপের পরে ক্রিকেট প্রেমীরা চ্যাম্পিয়ন ট্রফির জন্য অপেক্ষায় থাকে। ক্রিকেট প্রেমীরা চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি এবং প্রতিটি দলের স্কোয়াড সংক্রান্ত যাবতীয় বিষয়ে জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে খোঁজাখুঁজি করে হতাশ হয়। তাদের কথা চিন্তা করে আজকের আর্টিকেলে চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি এবং প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ গ্রুপ ড্রাফট
মোট ৮টি দলের খেলা হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫। ৮টি দলকে দুইটি গ্রুপে ড্রাফট করা হয়েছে। লটারির মাধ্যমে করা এই ড্রাফটটের এ এবং বি গ্রুপের দলগুলোর নাম দেখে নিন;
গ্রুপ ‘এ’ | গ্রুপ ‘বি’ |
পাকিস্তান | অস্ট্রেলিয়া |
বাংলাদেশ | সাউথ আফ্রিকা |
ইন্ডিয়া | ইংল্যান্ড |
নিউজিল্যান্ড | আফগানিস্তান |
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি
আর মাত্র কয়েকদিন পরেই আসর শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫। কিন্তু কত তারিখে, এবং কোথায় খেলা হবে সে ব্যাপারে অনেকেই হয়তো জানেনা! তাদের জন্য বলে রাখতে চাই। চ্যাম্পিয়ন ট্রফির পুরো আসর হবার কথা ছিলো পাকিস্তানের মাটিতে। কিন্তু ভারতের জন্য ভেন্যু হয়তো পরিবর্তন হতে পারে! চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর আসরের পর্দা উঠবে ১৯ শে ফেব্রুয়ারী, ২০২৫ এবং চলবে ০৯ মার্চ, ২০২৫ পর্যন্ত। চলুন নিম্নে চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি জেনে আসি।
তারিখ | ম্যাচ | মুখোমুখি | সময় |
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ | ১ম ম্যাচ | পাকিস্তান বনাম নিউজল্যান্ড | ৩:০০ PM |
২০ ফেব্রুয়ারী, ২০২৫ | ২য় ম্যাচ | বাংলাদেশ বনাম ইন্ডিয়া | ৩:০০ PM |
২১ ফেব্রুয়ারী, ২০২৫ | ৩য় ম্যাচ | আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা | ৩:০০ PM |
২২ ফেব্রুয়ারী, ২০২৫ | ৪র্থ ম্যাচ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | ৩:০০ PM |
২৩ ফেব্রুয়ারী, ২০২৫ | ৫ম ম্যাচ | পাকিস্তান বনাম ইন্ডিয়া | ৩:০০ PM |
২৪ ফেব্রুয়ারী, ২০২৫ | ৬ষ্ঠ | বাংলাদেশ বনাম নিউজল্যান্ড | ৩:০০ PM |
২৫ ফেব্রুয়ারী, ২০২৫ | ৭ম | অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা | ৩:০০ PM |
২৬ ফেব্রুয়ারী, ২০২৫ | ৮ম | আফগানিস্তান বনাম ইংল্যান্ড | ৩:০০ PM |
২৭ ফেব্রুয়ারী, ২০২৫ | ৯ম | বাংলাদেশ বনাম পাকিস্তান | ৩:০০ PM |
২৮ ফেব্রুয়ারী, ২০২৫ | ১০ম | আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | ৩:০০ PM |
০১ মার্চ, ২০২৫ | ১১তম | সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড | ৩:০০ PM |
০২ মার্চ, ২০২৫ | ১২তম | নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া | ৩:০০ PM |
০৪ মার্চ, ২০২৫ | সেমিফাইনাল | TBD | ৩:০০ PM |
০৫ মার্চ, ২০২৫ | সেমিফাইনাল | TBD | ৩:০০ PM |
০৯ মার্চ, ২০২৫ | ফাইনাল | TBD | ৩:০০ PM |
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এ কোন দেশ তাদের দলটা কেমন করে গোছালো, কতজন পেসার আছে? কতজন অলরাউন্ডার? এবং কোন কোন তারকা খেলোয়াড় নিয়েছে তাদের দলে? এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে অন্য কোথাও আপনাকে যেতে হবে না। চলুন নিম্নে প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াডগুলো জেনে আসি।
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘বাংলাদেশ’ চূড়ান্ত স্কোয়াড
- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
- তানজিদ হাসান তামিম
- সৌম্য সরকার
- পারভেজ হোসেন ইমন
- মুশফিকুর রহীম
- তৌহিদ হৃদয়
- মাহমুদুল্লাহ রিয়াদ
- মেহেদী হাসান
- জাকের আলী অনিক
- রিশাদ হোসাইন
- নাসূম আহমেদ
- তানজিম হাসান সাকিব
- নাহিদ রানা
- তাসকিন আহমেদ
- মোস্তাফিজুর রহমান
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘ভারত’ চূড়ান্ত স্কোয়াড
- রোহিত শর্মা (অধিনায়ক)
- শুভমান গিল
- যশস্বী জয়সোয়াল
- বিরাট কোহলি
- শ্রেয়াস আইয়ার
- কে এল রাহুল
- হার্দিক পান্ডিয়া
- অক্ষর প্যাটেল
- ওয়াশিংটন সুন্দর
- কুলদীপ যাদব
- জশপ্রীত বুমরাহ
- মুহাম্মদ সামী
- আর্শদীপ সিং
- ঋষভ পান্থ
- রবীন্দ্র জাদেজা

চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘অস্ট্রেলিয়া’ চূড়ান্ত স্কোয়াড
- প্যাট কামিন্স (অধিনায়ক)
- অ্যালেক্স ক্যারি
- নাথান এলিস
- আর্ন হার্ডি
- জশ হাজলউড
- ট্রাভিস হেড
- জশ ইংলিস
- মার্নাস লাবুসচেজন্স
- মিচেল মার্শ
- গ্লেন মাক্সওয়েল
- ম্যাথিও শর্ট
- স্টেভ স্মিথ
- মিচেল স্টার্ক
- মার্কোস স্টয়নিস
- এডাম জামপা
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘আফগানিস্তান’ চূড়ান্ত স্কোয়াড
- হাশমাতুল্লাহ শহিদী (অধিনায়ক)
- রহমত শাহ
- রাহমানুল্লাহ গুরবাজ
- ইকরাম আলিখিল
- ইব্রাহিম জাদরান
- সাদিকুল্লাহ আতাল
- আজমতুল্লাহ ওমরজায়
- মোহাম্মদ নাবী
- গুলবাদিন নাইব
- রশিদ খান
- এ এম গাজানফার
- নূর আহমদ
- ফজল হক্ক ফারুকী
- নাভীদ জাদরান
- ফরিদ আহমেদ মালিক
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘নিউজল্যান্ড’ চূড়ান্ত স্কোয়াড
- মিচেল স্যান্টনার (অধিনায়ক)
- মাইকেল ব্রাচওয়েল
- মার্ক চ্যাম্পম্যান
- ডেভন কনওয়ে
- লুকি ফারগুসন
- ম্যাট হেনরি
- টম লাথাম
- ড্রায়েল মিচেল
- ওয়িল ওররকি
- গ্লেন ফিলিপ
- রাচিন রভিন্দ্র
- বেন সিয়ার্স
- নাথান স্মিথ
- কেন উয়িলিয়ামসন
- উইল ইয়াং
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘সাউথ আফ্রিকা’ চূড়ান্ত স্কোয়াড
- টেম্বা বাভুমা (অধিনায়ক)
- টনি দে জর্জি
- রাসি ভেন্দার ডুসেন
- এডিন মার্করাম
- হেনরি ক্লাসেন
- ডেভিড মিলার
- ওয়াইন মালদার
- মার্কো জনসেন
- কাগিসো রাবাদা
- কেশভ মহারাজ
- লুঙ্গি নগিদী
- তাবরাইজ শামসি
- ট্রিস্টান স্টাবস
- রায়ান রিকলটন
- এনরিক নর্তজি
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘ইংল্যান্ড’ চূড়ান্ত স্কোয়াড
- জজ বাটলার (অধিনায়ক)
- ফিল সল্ট
- জেমি স্মিথ
- বেন ডাকেট
- জো রুট
- ল্যাম লিভিংস্টোন
- হ্যারি ব্রুক
- জ্যাকব বিচেল
- জেমি ওভারটন
- সাক্কিব মাহমুদ
- ব্রিডন কার্স
- মার্ক উড
- জোফরা আর্চার
- গ্যাস আটকিংসন
- আদিল রশিদ
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ‘পাকিস্তান’ চূড়ান্ত স্কোয়াড
- মোহাম্মাদ রিজওয়ান (অধিনায়ক)
- বাবর আজম
- ফখর জামান
- কামরান গুলাম
- সাদ শাকিল
- তাইয়্যেব তাহির
- উসমান খান
- ফাহিম আশরাফ
- খুশদিল শাহ
- সালমান আলী আগা
- আবরার আহমেদ
- হারিস রউফ
- মোহাম্মাদ হাসনাইন
- নাসিম শাহ
- শাহিন শাহ আফ্রিদী
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর সকল ম্যাচ পাকিস্তানে হবে। তবে ভারতের জন্য তাদের ম্যাচগুলো দুবাই বা অন্য কোথাও অনুষ্ঠিত হতে পারে।
আরো পড়ুন: বিপিএল সময়সূচি ২০২৫, প্রত্যেকটা দলের আলাদা পূর্ণাঙ্গ সময়সূচি দেখুন
তো এই ছিলো চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি এবং প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড আপডেট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD