অষ্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় ট্রাভিস হেড। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিজের প্রতিভা দেখিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তকুলের হৃদয়। ট্রাভিস হেড এর মারকুটে ব্যাটিং দেখলে যে কেউ রিতীমত মুগ্ধ হতে বাধ্য! ট্রাভিস হেড এর খেলা সম্পর্কে কমবেশি আমাদের ধারণা থাকলেও তার সম্পর্কে অনেক অজানা বিষয়ে আমরা হতো জানিনা! এজন্য আজকের আর্টিকেলে ট্রাভিস হেড আইপিএল (IPL) এবং তার আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে অজানা তথ্য এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
ট্রাভিস হেড এর আইপিএল (IPL) ক্যারিয়ার শুরু
আন্তর্জাতিক ক্রিকেটের পরে বিশ্বের সবচেয়ে বড় প্রিমিয়ার লীগ হলো ইন্ডিয়ান আইপিএল (IPL)। আইপিএল (IPL) বিশ্বের অন্যান্য ঘরোয়া লীগ গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি লীগ। বিশ্বের সেরা খেলোয়াড়রা এই লীগে বিক্রি হওয়ার জন্য মুখিয়ে থাকেন। বড়-বড় সব দৃষ্টিনন্দন খেলোয়াড়রা সেখানে চান্স পায়। এখন অবধি আইপিএল (IPL) এ বিশ্বের সব সেরা খেলোয়াড়রা নিজেদের সেরা খেলা উপহার দিয়ে রাতারাতি স্টার বনে গেছে! ট্রাভিস হেড গত আইপিএল (IPL) এ সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে বর্তমানে জনপ্রিয়তা এবং আলোচনার শীর্ষে রয়েছে।
ট্রাভিস হেড এর খেলার মান দেখে ২০১৬ সালের ২০শে এপ্রিল, রয়েল চ্যালেন্জার ব্যাঙ্গালুরু ট্রাভিস হেড কে তাদের দলে ভিড়ায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষ ম্যাচ দিয়ে ট্রাভিস হেড এর আইপিএল (IPL) অভিষেক হয়।। তবে অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার নিজেকে সেই আসরে মেলে ধরতে পারেনি! তারপরও কয়েকটা আইপিএল (IPL) এ বিক্রি হয়েও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ট্রাভিস হেড। কিন্তু আইপিএল (IPL) ২০২৪ এর আসরে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দূর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে ট্রাভিস হেড। ট্রাভিস হেড এর এমন চমৎকার খেলা ক্রিকেট প্রেমিরা অনেকদিন মনে রাখবে।
ট্রাভিস হেড আইপিএল (IPL) পরিসংখ্যান
অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড় ট্রাভিস হেড আইপিএল (IPL) এর একজন উদীয়মান খেলোয়াড়। তার ব্যাটিং স্টাইল, ফিল্ডিং এবং দলের প্রতি নিজের সর্বোচ্চটা তুলে ধরার স্পৃহা ইতিমধ্যে সবার নজর কেড়েছে। তবে বর্তমানে ট্রাভিস হেড আইপিএল (IPL) এর একদম শুরুর পর্যায়ে রয়েছে। ২০১৬ সালে সর্বপ্রথম আইপিএল (IPL) শুরু করেন ট্রাভিস হেড। আশা করা যায় এক সময়ে আইপিএল (IPL) এর সর্বোচ্চ সেরা খেলোয়াড় তালিকার মধ্যে ট্রাভিস হেড থাকবে।
আইপিএল (IPL) ক্রিকেটে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৫ |
মোট রান | ৭৭২ |
সর্বোচ্চ | ১০২ |
গড় | ৩৬.৭৬ |
স্ট্রাইক রেট | ১৭৩.৮৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৫ |
সেঞ্চুরি (১০০) | ০১ |
আইপিএল (IPL) ক্রিকেটে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ০৬ |
উইকেট | ০২ |
ইকোনমি | ১১.৬৯ |
সেরা বোলিং | ২/৩০ |
স্ট্রাইক রেট | ২৯.০ |
ট্রাভিস হেড আন্তর্জাতিক ক্রিকেট
অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে মাইকেল হাসি অবসরে চলে যাওয়ার পরে মিডল অর্ডার ব্যাটসম্যান এর জন্য অনেক দিন ভুগতে হয়েছে! অনেক বড় বড় ক্রিকেটাররা মিডল অর্ডারে এসেছে, কিন্তু ভালো পারফর্ম করতে না পারার জন্য সময়ের সাথে সাথে আবার হারিয়েও গিয়েছে! তবে ট্রাভিস হেড অস্ট্রেলিয়াকে এই মিডল অর্ডারের আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে। বর্তমানে ট্রাভিস হেড শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সেরা মিডল অর্ডার খেলোয়াড়দের মধ্যে তিনি একজন। প্রতিপক্ষের জন্য এক ভয়ংকর রূপ ধারণ করেন ট্রাভিস হেড।
২০১৬ সালের ২৬ শে জানুয়ারি অস্ট্রেলিয়া বনাম ভারতের টি-টোয়েন্টি ম্যাচে ট্রাভিস হেড এর অভিষেক হয়৷ এবং পরবর্তীতে ২০১৬ সালের ১৩ ই জুন ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ট্রাভিস হেড এর অভিষেক হয়। এবং সর্বশেষ ২০১৮ সালের ৭ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অভিষেক ঘটে ট্রাভিস হেড এর। নিম্নে ফরম্যাট অনুযায়ী ট্রাভিস হেড এর আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান তুলে ধরা হলো।
টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৩৮ |
মোট রান | ১০৯৩ |
সর্বোচ্চ | ৯১ |
গড় | ৩৩.১২ |
স্ট্রাইক রেট | ১৬০.০৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৫ |
সেঞ্চুরি (১০০) | ০ |
টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ০৪ |
উইকেট | ০১ |
ইকোনমি | ৯.৩৩ |
সেরা বোলিং | ১/১৬ |
স্ট্রাইক রেট | ৩৬.০ |
ওয়ানডে ক্রিকেটে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৬৯ |
মোট রান | ২৬৪৫ |
সর্বোচ্চ | ১৫৪ |
গড় | ৪৩.৩৬ |
স্ট্রাইক রেট | ১০৪.০৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৬ |
সেঞ্চুরি (১০০) | ০৬ |
ওয়ানডে ক্রিকেটে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৩৯ |
উইকেট | ২৪ |
ইকোনমি | ৫.৬৯ |
সেরা বোলিং | ৪/২৮ |
স্ট্রাইক রেট | ৪৬.৬২ |

টেস্ট ক্রিকেটে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৫৪ |
মোট রান | ৩,৬২১ |
সর্বোচ্চ | ১৭৫ |
গড় | ৪৩.১১ |
স্ট্রাইক রেট | ৬৭.২২ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৭ |
সেঞ্চুরি (১০০) | ০৯ |
টেস্ট ক্রিকেটে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৩৪ |
উইকেট | ১৪ |
ইকোনমি | ৩.৫৯ |
সেরা বোলিং | ৪/১০ |
স্ট্রাইক রেট | ৫২.৯৩ |
ট্রাভিস হেড সম্পর্কে অজানা তথ্য
- অস্ট্রেলিয়া দলের হয়ে সবচেয়ে কমবয়েসে ক্রিকেট শুরু করা খেলোয়াড় ট্রাভিস হেড। ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে পরিচিত করে তোলেন ট্রাভিস হেড।
- ২০১৮ সালে অস্ট্রেলিয়া এ দলের অধিনায়কত্ব পালন করেন ট্রাভিস হেড। অধিনায়কত্বের সময়ে নিজের যথাযথ দায়িত্ব পালনের পরিক্ষাও দিয়েছেন ট্রাভিস হেড। তার নেতৃত্বে দল বেশ কয়েকটি আসরে ভালো পারফরম্যান্স দেখিয়েছিল।
- অস্ট্রেলিয়ান এই মারকুটে ব্যাটার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল (BPL) ও খেলতে এসেছিলেন। ঢাকা ডায়নামাইটস এর হয়ে খেলে তিনি প্রচুর দর্শক জনপ্রিয়তা পেয়েছিলেন।
- অস্ট্রেলিয়া ক্রিকেট দল ট্রাভিস হেড এর মতো এমন দারুণ একজন মিডল অর্ডার পেয়ে তারাও হতভম্ব! মাঝেমধ্যে এই ট্রাভিস হেড মহাপ্রলয় শুরু করে। পাওয়ার প্লেতে টানা ১৪ বলে ছক্কা আর বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ট্রাভিস হেড।
- ২০২৩ সালে ইন্ডিয়া কর্তৃক আয়োজিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী হয়েছিলেন ট্রাভিস হেড।
- ২০২১-২০২৩ সালে লন্ডন কর্তৃক আয়োজিত আইসিসি ওয়ার্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ বিজয়ী হয়েছিলেন ট্রাভিস হেড।
- নিজ দেশ অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ রানার্স আপ হয়েছিলেন ট্রাভিস হেড।
- ২০২২ সালে অস্ট্রেলিয়ান ডোমেস্টিক প্লেয়ার অফ দ্যা ইয়ার হয়েছিলেন ট্রাভিস হেড।
- ২০২২-২০২৩ সালে আইসিসি ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ) হয়েছিলেন ট্রাভিস হেড।
- ২০২৩ সালে আইসিসি টেস্ট দলের বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ) হয়েছিলেন ট্রাভিস হেড।
- ২০১৫-১৬ সালে শেফিল্ড শিল্ড বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন ট্রাভিস হেড।
১৯৯৩ সালের ২৯ শে ডিসেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে জন্মগ্রহণ করেন ট্রাভিস হেড। তার পুরো নাম: ট্রাভিস মাইকেল হেড।
বর্তমানে টি-টোয়েন্টি আইসিসি (ICC) পুরুষদের ক্রিকেট রাঙ্কিং এ সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেরা তালিকার এক নাম্বার স্থান দখল করে রেখেছেন ট্রাভিস হেড। টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান পজিশন ট্রাভিস হেড এর দখলে।
আরো পড়ুন: মুশফিকুর রহিম এর উচ্চতা, আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি এবং পরিসংখ্যান আপডেট
তো এই ছিলো ট্রাভিস হেড আইপিএল (IPL) এবং তার আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে অজানা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “ট্রাভিস হেড আইপিএল (IPL) এবং তার আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে অজানা তথ্য”