একজন ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রীর ছেলে বিশ্বের নামকরা ক্রিকেটার! সেই খেলোয়াড়টা কে, এটা কি কেউ জানেন? হ্যাঁ,অনেকেই জানেন। ভারতের মারকুটে ব্যাটার তিলক বর্মা হলেন সেই ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রীর ছেলে। অল্প বয়সে ক্রিকেট অঙ্গনে এসে নিজের কঠোর পরিশ্রম এবং অধ্যাবশ্যায়ে রাতারাতি বনে গেছেন স্টার! মারকুটে খেলার স্টাইল দেখিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তকুলের হৃদয়। আজকের আর্টিকেলে তিলক বর্মা পরিসংখ্যান এবং এই বিশ্ব রেকর্ডধারীর অজানা জীবন কাহিনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
তিলক বর্মা পরিসংখ্যান
ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা এর আন্তর্জাতিক পরিসংখ্যান সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানিনা! কারণ বিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনির মতো তিলক বর্মা এতটা জনপ্রিয় নয়। তবে অল্প বয়সে ভারতীয় ক্রিকেট দলে খেলে তিনি ছাড়িয়ে গিয়েছেন সিনিয়র ও অভিজ্ঞ সব প্লেয়ারদের! নিম্নে ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে তিলক বর্মা এর আন্তর্জাতিক ও আইপিএল পরিসংখ্যান তুলে ধরা হলো:
তিলক বর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান
২০২৩ সালের ০৩ আগস্ট, ব্রীন লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তিলক বর্মা এর। মাত্র দুয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিলক বর্মা। এখন অবধি ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিলক বর্মা, এবং রান করেছেন ৭৪৯।
তিলক বর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৫ |
মোট রান | ৭৪৯ |
সর্বোচ্চ | ১২০ |
গড় | ৪৯.৯৩ |
স্ট্রাইক রেট | ১৫৫.০৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৩ |
সেঞ্চুরি (১০০) | ০২ |
তিলক বর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ০৩ |
উইকেট | ০২ |
ইকোনমি | ৫.২ |
সেরা বোলিং | ১/৫ |
স্ট্রাইক রেট | ১৫.০ |
তিলক বর্মা আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যান
২০২৩ সালের ১৫ ই সেপ্টেম্বর, প্রেমদাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম বাংলাদেশ এর ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তিলক বর্মা এর। এখন অবধি মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিলক বর্মা, এবং রান করেছেন ৬৮।
তিলক বর্মা আন্তর্জাতিক ওয়ানডে ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ০৪ |
মোট রান | ৬৮ |
সর্বোচ্চ | ৫২ |
গড় | ২২.৬৭ |
স্ট্রাইক রেট | ৫৭.১৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০১ |
সেঞ্চুরি (১০০) | ০ |
তিলক বর্মা আন্তর্জাতিক ওয়ানডে বোলিং পরিসংখ্যান
ইনিংস | ০২ |
উইকেট | ০ |
ইকোনমি | ৫.৫৭ |
সেরা বোলিং | ০/০ |
স্ট্রাইক রেট | ০ |
তিলক বর্মা আইপিএল পরিসংখ্যান
২০২২ সালের ২৭ শে মার্চ ব্রাবোন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষ ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল এ অভিষেক হয় তিলক বর্মা এর। আইপিএল ক্যারিয়ারে এখন অবধি ৩৮ টি ম্যাচ খেলেছেন তিলক বর্মা, এবং রান করেছেন ১১৫৬।
মোট ম্যাচ | ৩৮ |
মোট রান | ১১৫৬ |
সর্বোচ্চ | ৮৪ |
গড় | ৩৯.৮৬ |
স্ট্রাইক রেট | ১৪৬.৩৩ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৬ |
সেঞ্চুরি (১০০) | ০ |
তিলক বর্মা আইপিএল বোলিং পরিসংখ্যান
ইনিংস | ০৪ |
উইকেট | ০ |
ইকোনমি | ৭.৬৪ |
সেরা বোলিং | ০/০ |
স্ট্রাইক রেট | ০ |

তিলক বর্মা বিশ্ব রেকর্ড
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন উদীয়মান খেলোয়াড় তিলক বর্মা। মাত্র দুয়েক বছর হলো তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এই অল্প সময়ে বড় বড় রেকর্ড অর্জন করা সহজ কিছু না! তবুও তিলক বর্মা কয়েকটি বিশ্ব রেকর্ড করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- সাম্প্রতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিলক বর্মা পরপর তিন ম্যাচে তিনটি আন্তর্জাতিক সেঞ্চুরি করে এক অনবদ্য ইতিহাসে রচনা করেছেন। তিলক বর্মার করা এই তিনটি সেঞ্চুরির রেকর্ড ক্রিকেট বিশ্বে এখন অবধি কোনো খেলোয়াড় করতে পারেনি!
- আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে। মাত্র ৫৬ বলে ১০৭ রানের বিশাল এক ইনিংস খেলেছিলেন তিলক বর্মা। অপরাজিত সেই ইনিংসের সেঞ্চুরি ছিলো তিলক বর্মার প্রথম সেঞ্চুরি।
- তিলক বর্মার আরেকটি বিশ্ব রেকর্ড হলো; আন্তর্জাতিক ক্রিকেটে টানা চার ইনিংস অপরাজিত থেকে ৩০০+ রান সংগ্রাহক শুধুমাত্র একজন ক্রিকেটার। তিনি হলেন তিলক বর্মা।
তিলক বর্মা অজানা জীবন গল্প
ভারতীয় পেশাদার ক্রিকেটার তিলক বর্মা। যাকে আমরা একজন মারকুটে ব্যাটার হিসেবে চিনে থাকি। তিলক বর্মার পুরো নাম নবদীপ তিলক ভার্মা। জনপ্রিয় এই ক্রিকেটারের শৈশব কেটেছে খুবই কষ্টে! বাবা ছিলেন একজন ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রি। দিন এনে দিন খেতে হতো তিলক বর্মার পরিবারের। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ছোট বেলা থেকেই প্রচুর কষ্ট করতে হয়েছে তিলক বর্মাকে। কিন্তু ক্রিকেটের প্রতি নেশা এবং ভালোবাসা থাকার জন্য দারিদ্র্যতা তিলককে দমিয়ে রাখতে পারেনি।
ছোট বেলায় গ্রামের এক মাঠে টেনিস বল খেতে দেখেন কোচ সালাম বায়েগ। ছোট ছেলের একের পর পর এক বাউন্ডারি হাঁকানো দেখে রিতীমত হতভম্ব হোন কোচ সালাম বায়েগ। খেলা শেষে তিলক বর্মাকে বলেন তার লিগালা একাডেমিতে এসে যেনো প্রাকটিস করে। লিগালা একাডেমিতে প্রতিদিন যাওয়ার জন্য তিলকের কাছে কোনো টাকা থাকতো না! কিন্তু ক্রিকেটকে জয় করার স্বপ্ন নিয়ে প্রতিদিন ৪০ কিলোমিটার হেটে যেতেন সেই একাডেমিতে প্রাকটিস করতে!
পরবর্তীতে নিজের খেলার মান দিয়ে ২০২২ সালে ঘরোয়া ক্রিকেটের বড় আসর আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স দলে দল পেয়ে যান তিলক বর্মা। তিলককে ১.৭ কোটি টাকায় দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এর পর তিলক বর্মাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এত অল্প সময়ে ভারত ক্রিকেট দলে জায়গা পাওয়া এবং বিশ্বের সেরা সব প্লেয়ারদের টপকিয়ে ৮০৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট রেংকিং এ ২ নাম্বার পজিশনে রয়েছেন তিলক বর্মা।
আরো পড়ুন: প্যাট কামিন্স পরিসংখ্যান, বেতন, বয়স এবং অজানা যতসব রেকর্ড
তো এই ছিলো তিলক বর্মা পরিসংখ্যান এবং এই বিশ্ব রেকর্ডধারীর অজানা জীবন কাহিনি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “তিলক বর্মা পরিসংখ্যান এবং এই বিশ্ব রেকর্ডধারীর অজানা জীবন কাহিনি”