ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামী এবং জনপ্রিয় পেস বোলারের নাম জানতে চাইলে অনেকেই হয়তো ভাবুক হয়ে একটু নেড়েচেড়ে বসবেন! আবার যারা জানে তারা একবাক্যেই নামটা বলে উঠবে। বর্তমানে ক্রিকেট বিশ্বের মধ্যে অন্যতম সেরা পেস বোলার হলেন অজি ক্রিকেটার ‘প্যাট কামিন্স’। দূর্দান্ত বোলিং করে ইতিমধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন এই অস্ট্রেলিয়ান পেস বোলার। কৌশলে বোলিং, গতি এবং বিচক্ষণতার জন্য ব্যাটসম্যানদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ান প্যাট কামিন্স। বর্তমানে ক্রিকেট প্রেমিদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়ান প্যাট কামিন্স। এ কারণে বিভিন্ন সময়ে প্যাট কামিন্স সম্পর্কে গুগলে সার্চ করে থাকে ক্রিকেট প্রেমিরা। তাদের কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে প্যাট কামিন্স পরিসংখ্যান, বেতন, বয়স এবং অজানা যতসব রেকর্ড আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
প্যাট কামিন্স পরিসংখ্যান
অনেকেই হয়তো প্যাট কামিন্স এর পরিসংখ্যান জানেন না! প্যাট কামিন্স এর আন্তর্জাতিক পরিসংখ্যান ঘাটাঘাটি করলে বোঝ যায় তিনি আসলেই পেস বোলিং এর সেরা একজন প্লেয়ার। ১৩ ই অক্টোবর, ২০১১ সালে নিউল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় প্যাট কামিন্সের। একই বছর ১৯ শে অক্টোবর, ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে এবং ১৭ ই নভেম্বর, ২০১১ সালে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক সকল ফরম্যাটে অভিষেক হয় প্যাট কামিন্সের। নিম্নে প্যাট কামিন্সের পরিসংখ্যান তুলে ধরা হলো:
প্যাট কামিন্স আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৫৭ |
উইকেট | ৬৬ |
ইকোনমি | ৭.৪৪ |
সেরা বোলিং | ৩/১৫ |
স্ট্রাইক রেট | ১৯.০ |
প্যাট কামিন্স আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ইনিংস | ২৭ |
মোট রান | ১৫৮ |
সর্বোচ্চ | ১৮ |
গড় | ১০.৫৩ |
স্ট্রাইক রেট | ১১৮.৮ |
প্যাট কামিন্স আন্তর্জাতিক ওয়ানডে বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৯০ |
উইকেট | ১৪৩ |
ইকোনমি | ৫.২৭ |
সেরা বোলিং | ৫/৭০ |
স্ট্রাইক রেট | ৩২.৭৫ |
৫ উইকেট | ১ বার |
প্যাট কামিন্স আন্তর্জাতিক ওয়ানডে ব্যাটিং পরিসংখ্যান
মোট ইনিংস | ৫৯ |
মোট রান | ৫৩৭ |
সর্বোচ্চ | ৩৭ |
গড় | ১৪.৫১ |
স্ট্রাইক রেট | ৭৬.৩৯ |
প্যাট কামিন্স আন্তর্জাতিক টেস্ট বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৬৭ |
উইকেট | ২৯৪ |
ইকোনমি | ২.৯১ |
সেরা বোলিং | ১০/৬২ |
স্ট্রাইক রেট | ৪৬.৩১ |
৫ উইকেট | ১৩ বার |
১০ উইকেট | ২ বার |
প্যাট কামিন্স আন্তর্জাতিক টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৬৭ |
মোট রান | ১৪৫৭ |
সর্বোচ্চ | ৬৪ |
গড় | ১৭.৩১ |
স্ট্রাইক রেট | ৪৬.০৯ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৩ |
প্যাট কামিন্সের আইপিএল পরিসংখ্যান
বিশ্বের যত দেশে যতগুলো ঘরোয়া লীগ বা টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়, তার মধ্যে আইপিএল সবচেয়ে সেরা। ভারত কর্তৃক মোটা এমাউন্টের টাকা এবং বিশ্বের সব সেরা নামী-দামী খেলোয়াড়েরা শুধুমাত্র আইপিএল খেলে থাকেন। প্যাট কামিন্স আইপিএল এর নিয়মিত একজন খেলোয়াড়।

২০ শে মে, ২০১৪ সালে সর্বপ্রথম কলকাতা নাইট রাইরার্সের হয়ে আইপিএল এ অভিষেক হয় পেস বোলার প্যাট কামিন্সের। তারপর থেকে অনেক দলের হয়ে আইপিএল মাতিয়েছেন প্যাট কামিন্স। ৫ বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে, ১ বার দিল্লি ক্যাপিটালস এবং ১ বার সানরাইজ হায়দ্রাবাদের হয়ে সর্বমোট ৭ সিজনের আইপিএল খেলেছেন প্যাট কামিন্স। নিম্নে প্যাট কামিন্সের আইপিএল পরিসংখ্যান তুলে ধরা হলো:
প্যাট কামিন্সের আইপিএল বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৫৮ |
উইকেট | ৬৩ |
ইকোনমি | ৮.৭৫ |
সেরা বোলিং | ৪/৩৪ |
স্ট্রাইক রেট | ২০.৯৪ |
প্যাট কামিন্সের আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
মোট ইনিংস | ৪১ |
মোট রান | ৫১৫ |
সর্বোচ্চ | ৬৬ |
গড় | ১৯.৮১ |
স্ট্রাইক রেট | ১৪৯.৭১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৩ |
প্যাট কামিন্সের বেতন
আসলে খেলোয়াড়দের বেতন শুধুমাত্র তাদের দেশের উপর নির্ভর করে হয় না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন টূর্ণামেন্ট খেলার পারিশ্রমিক হিসেব করে তাদের বেতন ধরা হয়ে থাকে। সেই হিসেবে প্যাট কামিন্স তার দেশের ক্রিকেট বাদেও অন্যান্য দেশের বড় বড় ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করে থাকে। যেমন; আইপিএল এ প্যাট কামিন্স প্রতিবার ই বেশ চড়া দামে বিক্রি হয়ে থাকে। ২০২১ সালে আইপিএল এর সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন প্যাট কামিন্স! সে হিসেবে তার বেতন ছিলো ১৫.৫ কোটি রুপি।
আইপিএল বাদেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকেও বেশ ভালো অংকের বেতন পান প্যাট কামিন্স। পেস বোলার হওয়ার বেতন এবং অধিনায়কত্ব করার জন্য আলাদা বেতন, সবকিছু মিলিয়ে বেশ অনেক টাকা বেতন প্যাট কামিন্সের। তবে সঠিক সংখ্যাটা আপনাদেরকে না জানাতে পারার জন্য দুঃখিত!
প্যাট কামিন্সের বয়স এবং সংক্ষিপ্ত জীবনী
৮ মে, ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার নিউ সাুথ ওয়েলস রাজ্যের পনরিথ শহরে জন্মগ্রহণ করেন অজি ক্রিকেটার প্যাট কামিন্স। বর্তমানে প্যাট কামিন্সের বয়স: ৩২ বছর। ছোট বেলা থেকেই ক্রিকেট পছন্দ লরতেন প্যাট কামিন্স। একটু একটু করে পরিশ্রম করে তিনি সফলতার শীর্ষ স্থান নিজ দেশের জাতীয় দলে নিজের জায়গা করে নেন।
মাত্র ১৮ বছর বয়সে প্যাট কামিন্স তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। গতি এবং বিচক্ষণ বোলিং এর জন্য ধীরে ধীরে আলোচিত হয়ে উঠেচিলেন প্যাট কামিন্স। বয়সের তুলনায় আরো অনেক বছর খেলতে পারবেন প্যাট কামিন্স।
প্যাট কামিন্সের যতসব রেকর্ড বা অর্জন
অজি ক্রিকেটার প্যাট কামিন্সের অসংখ্য রেকর্ড রয়েছে। তবে এখানে সংক্ষিপ্তকারে কিন্তু রেকর্ড তুলে ধরা হলো:
- সবচেয়ে কম বয়সে অজি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া একমাত্র ক্রিকেটার প্যাট কামিন্স।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে প্যাট কামিন্স তার সেরা বোলিং দিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন।
- ভারতের সাথে এক ম্যাচে ৫ উইকের শিকার করা একমাত্র বোলার প্যাট কামিন্স।
- ২০২১ সালে আইপিএল এর সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন প্যাট কামিন্স।
- আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে ৭ উইকেট শিকার করেছিলেন প্যাট কামিন্স।
- সবচেয়ে কম বয়সে এক ইনিংসে ৫ উইকেট শিকার করা ৭ম প্লেয়ার প্যাট কামিন্স।
- দ্রুততম ১৫০ উইকেট শিকার করা ১০ম প্লেয়ার প্যাট কামিন্স।
প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস এ অনার্স শেষ করেছেন।
আরো পড়ুন: মার্কাস স্টয়নিস অবসর, টি-টোয়েন্টি, ওয়ানডে ও আইপিএল পরিসংখ্যান
তো এই ছিলো প্যাট কামিন্স পরিসংখ্যান, বেতন, বয়স এবং অজানা যতসব রেকর্ড রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “প্যাট কামিন্স পরিসংখ্যান, বেতন, বয়স এবং অজানা যতসব রেকর্ড”