ক্রিকেট বিশ্বের দুইটি শক্তিশালী দলের নাম বলতে গেলে ভারত এবং ইংল্যান্ড এর নাম সবচেয়ে আগে চলে আসে। খেলোয়াড়, খেলার মান, রেংকিং সবকিছু মিলিয়ে ক্রিকেট বিশ্বের দুইটি সেরা দল হলো ভারত এবং ইংল্যান্ড। ভারত এবং ইংল্যান্ড এই দুই দলের পরিসংখ্যান ঘাটাঘাটি করলে শুধুমাত্র দুই দেশের পারফরম্যান্স ই নয়, ক্রিকেট ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস ও উঠে আসে! সব দেশেই ভারত এবং ইংল্যান্ডের বেশ বড়সড় একটি ফ্যানবেজ রয়েছে। এ দুই দলের খেলার মান, পারফরম্যান্স এবং বিভিন্ন রেকর্ড জানার জন্য অনেক সময়ে ভক্তরা পরিসংখ্যান জানার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। এজন্য আজকের আর্টিকেলে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান এবং অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
ভারত বনাম ইংল্যান্ড
আপনি যদি ক্রিকেট বুঝে থাকেন, তাহলে নিশ্চয় ভারত এবং ইংল্যান্ড এই দুই দল সম্পর্কে ধারণা রয়েছে আপনার। তবে ভারত বনাম ইংল্যান্ড এই দুই দলের প্রথম ম্যাচ সম্পর্কে হয়তো জানেন না! ভারত বনাম ইংল্যান্ড এ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল ১৮৮০ সালে। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া ১৮৮০ সালের টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই দল একে অপরের সাথে প্রথমবার মুখোমুখি হয়েছিল!
১৮৮০ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার পর থেকে এখন অবধি অসংখ্য ম্যাচ খেলেছে ভারত এবং ইংল্যান্ড। সবসময়ই এ দুই দল নিজেদের সেরা পারফরম্যান্স এবং বিভিন্ন সব দৃষ্টিনন্দিত রেকর্ড করে ইতিহাসে লিখেছেন এক অন্যরকম সৃষ্টি। দারুণ দারুণ সব মুহুর্ত উপহার দেওয়ার জন্য এ দুই দলের ভক্তকুল দিনে দিনে বেড়েই চলেছে।
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে হেড টু হেড পরিসংখ্যান
ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে এখন অবধি সর্বমোট ১০৩ টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পরিসংখ্যান ঘাটাঘাটি করলে দেখা যায় ভারত বনাম ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে জয়ের পার্সেন্ট ভারতের বেশি। এখন অবধি খেলা ১০৩ টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচে ভারত জয়ী এবং ৪৩টি ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে।
ভারত | ইংল্যান্ড | |
ম্যাচ | ১০৩ | ১০৩ |
জয় | ৫৩ | ৪৩ |
ম্যাচ ড্র | ০৭ | ০৭ |
জয়ের সম্ভাবনা নিয়ে কিছু কথা
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তবে ভারত তাদের নিজেদের ঘরের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলে বেশিরভাগ সময়েই জয়লাভ করেছে। ভারতের মাটিতে ভারতীয় বোলাররা মারাত্মক স্পিন বোলিং করে ইংল্যান্ডের বিপক্ষে ভয়ংকর হয়ে ওঠে! এজন্য ঘরের মাটিতে ভারত সবসময়ই জয়লাভ করেছে।
ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড ভালো করলেও ভারতের সাথে জয় পেতে প্রচুর হিমশিম খেতে হয় ইংল্যান্ড কে। ভারত দল নিজেদের দারুণ পারফরম্যান্স দিয়ে ইংল্যান্ডের হোম বা ঘরের মাটিতেও অনেকবার ইংল্যান্ড কে হারিয়ে দিয়েছে।
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচে সেরা খেলোয়াড়
ভারত বনাম ইংল্যান্ডেের ম্যাচ মানেই আলাদা একটা উল্লাস! দুই দলেরই সেরা সেরা খেলোয়াড়রা দৃষ্টিনন্দন শর্ট এবং বাউন্ডারি হাঁকিয়ে দর্শক মাতিয়ে তোলেন! দুই দলের এত এত ভালো খেলোয়াড়দের মধ্যে সেরা তিনজন করে খেলোয়াড় বাছাই করে তাদের নাম তুলে দরা হলো;
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেরা খেলোয়াড়
- শচীন টেন্ডুলকার: সাবেক এই ভারতীয় খেলোয়াড়কে ক্রিকেট বিশ্ব আজ ও স্মরণ করে। ২০০৩ সালে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের দূর্দান্ত ওয়ানডে ইনিংস খেলে সেরা খেলোয়াড় তালিকায় নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকার।
- বিরাট কোহলি: বর্তমান সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলিকে আমরা সবাই চিনি। দারুন দারুণ সব শট এবং গুরুত্বপূর্ণ সব ইনিংস খেলে দলকে জিতিয়ে নিয়ে আসার জন্য বিরাট কোহলি বেশ জনপ্রিয়। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি ম্যাচে জয় নিয়ে আসার জন্য অনেক বড় ভূমিকা থাকে বিরাট কোহলির।
- মাহেন্দ্র সিং ধোনি: ইংল্যান্ডের বিপক্ষে সেরা তৃতীয় খেলোয়াড় হলেন মাহেন্দ্র সিং ধোনি। ঠান্ডা মাথার নেতৃত্ব এবং চমৎকার ফিনিশিং এর জন্য ইংল্যান্ডের বিপক্ষে একাধিক ম্যাচে দলকে জিতিয়েছেন ধোনি।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়
- এলিস্টার কুক: ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক এলিস্টার কুক ভারতের বিপক্ষে ধারণ করতেন এক দানবীয় রুপ। গুরুত্বপূর্ণ সব ইনিংস খেলে শক্তিশালী ভারতের বিপক্ষে দলকে জিতিয়ে আনার জন্য সেরা খেলোয়াড় তালিকার রয়েছে এলিস্টার কুক।
- জো রুট: বর্তমান সময়ের নাম্বার ওয়ান ব্যাটার জো রুট। তার সামনে যতবড় বোলার ই আসুক না কেন, বোলারকে নাকানিচুবানি খাওয়ানোর ব্যাপারে তিনি বেশ দক্ষ। শক্তিশালী ভারতের বিপক্ষে চমৎকার ব্যাটিং করে দলকে জয় ছিনিয়ে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জো রুট।
- বেন স্টোকস: ভারত বনাম ইংল্যান্ড পরিসংখ্যান ঘাটাঘাটি করলে দেখা যায় হারতে যাওয়া ম্যাচকে শেষ মুহুর্তে জয়ী বানানো ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপে তার ঐতিহাসিক পারফরম্যান্স ক্রিকেট বিশ্ব আজ ও মনে রেখেছে।

ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড টেস্ট পরিসংখ্যান
টেস্ট ক্রিকেট নিয়ে বেশি আলোচনা করবো না। স্বল্প পরিসরে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরবো; ভারত বনাম ইংল্যান্ড এ দুই দল এখন অবধি ১৩০+ টেস্ট ম্যাচ খেলেছে। এই ম্যাচগুলো পর্যালোচনা করলে দেখা যায় ইংল্যান্ড সবচেয়ে বেশি জয়লাভ করেছে। ৪৮ টি ম্যাচে ইংল্যান্ড জয়ী এবং মাত্র ৩০ টি ম্যাচে জয়ী হয়েছে ভারত।
ভারত | ইংল্যান্ড | |
ম্যাচ | ১৩০+ | ১৩০+ |
জয় | ৩০ | ৪৮ |
ম্যাচ ড্র | ৫২ | ৫২ |
ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড টি-টোয়েন্টি পরিসংখ্যান
ইংল্যান্ড বনাম ভারত এ দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচেের সংখ্যা অনেক কম। বেশিরভাগ সময়ে এই দুই দল টেস্ট এবং ওয়ানডে ম্যাচ খেলে থাকে। এখন অবধি ভারত বনাম ইংল্যান্ড মাত্র ১৭টি টেস্ট ম্যাচ খেলেছে। তারমধ্যে ১০ ম্যাচে ভারত জয়ী এবং ৭ টি জয় পেয়েছে ইংল্যান্ড। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই জয়টা ইংল্যান্ডের জন্য এক অবিস্মরণীয় জয় হিসেবে বিবেচিত।
ভারত | ইংল্যান্ড | |
ম্যাচ | ১৭ | ১৭ |
জয় | ১০ | ০৭ |
ম্যাচ ড্র | ০ | ০ |
আপকামিং ম্যাচ হিসেবে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ শিডিউল রয়েছে। ০৬ ফেব্রুয়ারী, ০৯ ফেব্রুয়ারী এবং সর্বশেষ ১২ ই ফেব্রুয়ারী ম্যাচ রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের।
আরো পড়ুন: সাকিব আল হাসানের টেস্ট পরিসংখ্যান: রেকর্ড, অবসর এবং শ্রেষ্ঠত্বের অজানা গল্প
তো এই ছিলো ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান এবং অন্যান্য সকল বিষয়ে বিষদ আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD