ক্রিকেট বিশ্বে অনেক সেরা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যাদেরকে আমরা তেমন চিনিনা! অথবা চিনলেও খুব একটা গুরুত্বপূর্ণ দি না। অথচ দলের জন্য সেই সমস্ত খেলোয়াড়েরা বিরাট ভূমিকা রাখে। তেমনই একজন খেলোয়াড় মার্কাস স্টয়নিস। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের একজন অভিজ্ঞ অলরাউন্ডার খেলোয়াড় মার্কাস স্টয়নিস। জনপ্রিয়তার দিকে তাকালে পরিচিতি নেই বললেই চলে! তবে যারা মার্কাস স্টয়নিস এর খেলা সম্পর্কে জানে তারা রীতিমতো মার্কাস স্টয়নিস এর ভক্ত হয়ে উঠেছে। মার্কাস স্টয়নিস এর ফ্যান ফ্লোয়ারের কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে মার্কাস স্টয়নিস অবসর, টি-টোয়েন্টি, ওয়ানডে ও আইপিএল পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
মার্কাস স্টয়নিস অবসর: ওয়ানডে ক্রিকেটকে অবসরের ঘোষণা দিলেন মার্কাস স্টয়নিস
হঠাৎ করে আইসিসির বড় ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগ মুহুর্তে অবসরের সিদ্ধান্ত জানিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যদের তালিকায় নাম নেই এই অলরাউন্ডারের। তবে হয়তো বদলি হিসেবে তার নাম আসতেও পারতো! কারন; অস্ট্রেলিয়া দলে একেরপর এক ইনজুরির মিছিল! অবসরের ঘোষণা দেওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়ার একাদশে আর নাম আসার কোনো সুযোগ নেই মার্কাস স্টয়নিস এর।
সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন মার্কাস স্টয়নিস। পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার জয়ের সেই ম্যাচে দলের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপ জয়ের পর মার্কাস স্টয়নিসকে একটি ওয়ানডে বাদে আর কোনো ম্যাচে খেলানো হয়নি! হতে পারে নিজের মনে কষ্ট পুষে রেখেই অবসরের এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কাস স্টয়নিস!
অবসরের সিদ্ধান্ত সম্পর্কে মার্কাস স্টয়নিস এর বক্তব্য
হঠাৎ করে অবসরের এমন ঘটনায় সাড়া পড়ে গেছে ক্রিকেট বিশ্বে। অবসর নিয়ে মার্কাস স্টয়নিস বলেন; অস্ট্রেলিয়া দলের হয়ে ক্রিকেট খেলতে পারা আমার জন্য দারুণ একটা অধ্যায় ছিলো! সবুজ গালিচা বিছানো স্টেডিয়ামে খেলাটা আমি প্রতি মুহূর্তে স্মরণ করবো। নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা আমার জন্য ছিল বিশাল বড় একটা পাওয়া।
মার্কাস স্টয়নিস আরো বলেন; অবসরের এমন সিদ্ধান্তটা আমার জন্য সহজ কিছু ছিলো না! তবে এখনই ওয়ানডে ক্রিকেট থেকে আমি না সরলে আমার পরবর্তী ক্যারিয়ারের দিকে মন দিতে পারতাম না! এজন্য আমি অবসর নিয়ে সরে গেলাম।
মার্কাস স্টয়নিস এর সংক্ষিপ্ত পরিচয়
১৯৮৯ সালের ১৬ ই আগস্ট পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণ করেন মার্কাস স্টয়নিস। ছোটবেলা থেকে ক্রিকেটের নেশা মার্কাস স্টয়নিসকে একসময় অস্ট্রেলিয়ার মতো দলে জায়গা করে দিয়েছে। মার্কাস স্টয়নিস একজন ডানহাতি ব্যাটার এবং পাশাপাশি ডানহাতি মিডিয়াম বোলার। ৩১ শে আগস্ট, ২০১৫ সালে সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্কাস স্টয়নিস এর।
পরবর্তীতে ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সালেই আবার ও ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মার্কাস স্টয়নিস এর। মার্কাস স্টয়নিস ঘরোয়া টুর্ণামেন্টের সবচেয়ে বড় আয়োজন আইপিএল ও খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ারটা খুব বেশি দিনের না হলেও মার্কাস স্টয়নিস এই অল্প দিনেই জয় করে ফেলেছেন অনেক বড় বড় রেকর্ড।
মার্কাস স্টয়নিস আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান
২০১৫ সালের ৩১ শে আগস্ট, সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মার্কাস স্টয়নিস এর। এখন অবধি ৭৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মার্কাস স্টয়নিস, এবং রান করেছেন ১২৪৫।
মার্কাস স্টয়নিস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৬৪ |
মোট রান | ১২৪৫ |
সর্বোচ্চ | ৭৮ |
গড় | ৩১.৯২ |
স্ট্রাইক রেট | ১৪৮.৫৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৫ |
সেঞ্চুরি (১০০) | ০ |
মার্কাস স্টয়নিস আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৪৮ |
উইকেট | ৪৫ |
ইকোনমি | ৮.৭৩ |
সেরা বোলিং | ৪/২৩ |
স্ট্রাইক রেট | ১৬.৬৭ |
মার্কাস স্টয়নিস আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যান
২০১৫ সালের ১১ ই সেপ্টেম্বর, হেডিংলি স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়দনডে ক্রিকেটে অভিষেক হয় মার্কাস স্টয়নিস এর। এখন অবধি ৭১ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্কাস স্টয়নিস, এবং রান করেছেন ১৪৯৫।
মার্কাস স্টয়নিস আন্তর্জাতিক ওয়ানডে ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৭১ |
মোট রান | ১৪৯৫ |
সর্বোচ্চ | ১৪৬ |
গড় | ২৬.৭ |
স্ট্রাইক রেট | ৯৩.৯৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৬ |
সেঞ্চুরি (১০০) | ০১ |
মার্কাস স্টয়নিস আন্তর্জাতিক ওয়ানডে বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৬৪ |
উইকেট | ৪৮ |
ইকোনমি | ৬.০ |
সেরা বোলিং | ৩/১৬ |
স্ট্রাইক রেট | ৪৩.১৫ |

মার্কাস স্টয়নিস আইপিএল পরিসংখ্যান
১১ ই এপ্রিল, ২০১৬ সালে পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গুজরাট লায়ন্স এর বিপক্ষ ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল এ অভিষেক হয় মার্কাস স্টয়নিস এর। এখন অবধি ৯৬ টি আইপিএল ম্যাচ খেলেছেন মার্কাস স্টয়নিস, এবং রান করেছেন ১৮৬৬।
মার্কাস স্টয়নিস আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৯৬ |
মোট রান | ১৮৬৬ |
সর্বোচ্চ | ১২৪ |
গড় | ২৮.২৭ |
স্ট্রাইক রেট | ১৪২.০১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৯ |
সেঞ্চুরি (১০০) | ০১ |
মার্কাস স্টয়নিস আইপিএল বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৬২ |
উইকেট | ৪৩ |
ইকোনমি | ৯.৫২ |
সেরা বোলিং | ৪/১৫ |
স্ট্রাইক রেট | ১৮.৬৭ |
হঠাৎ করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মার্কাস স্টয়নিস। তার এমন সিদ্ধান্তে পুরো ক্রিকেট বিশ্ব চমকে উঠেছে।
আরো পড়ুন: ট্রাভিস হেড আইপিএল (IPL) এবং তার আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে অজানা তথ্য
তো এই ছিলো মার্কাস স্টয়নিস অবসর, টি-টোয়েন্টি, ওয়ানডে ও আইপিএল পরিসংখ্যান নিয়ে বিষদ আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “মার্কাস স্টয়নিস অবসর, টি-টোয়েন্টি, ওয়ানডে ও আইপিএল পরিসংখ্যান”