মুশফিকুর রহিম এর উচ্চতা, আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি এবং পরিসংখ্যান আপডেট

বাংলাদেশ ক্রিকেটের নম্র, ভদ্র এবং মার্জিত একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম মুশফিকুর রহিম। বাংলাদেশের যে পাঁচজন পঞ্চব পান্ডব কে আমরা চিনি তারমধ্যে মুশফিকুর রহিম ও রয়েছেন। মাঠ এবং মাঠের বাহিরে প্রচুর জনপ্রিয়তা রয়েছে মুশফিকুর রহিমেরমুশফিকুর রহিম কে নিয়ে অনেক সময় অনেকেই জানতে চান, সেজন্য আজকের আর্টিকেলে মুশফিকুর রহিম এর উচ্চতা, আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি এবং পরিসংখ্যান আপডেট আপডেটসহ অন্যান্য আরো অনেক বিষয়ে আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

মুশফিকুর রহিম এর উচ্চতা

উইকেটের পেছনে দাড়িয়ে পুরো সময় জুড়ে বাজপাখির মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা ছেলেটাই মুশফিকুর রহিম। ছোটো-ছোটো এই মানুষকে নিয়ে মানুষের জানার আগ্রহের ও শেষ নেই! অনেক সময় মুশফিকুর রহিম এর উচ্চতা সম্পর্কে জানার জন্য ও অনেকে বিভিন্ন ওয়েবসাইটে খোঁজাখুঁজি করে থাকেন, কিন্তু সঠিক তথ্য পান না! মুশফিকুর রহিম এর সঠিক উচ্চতা হলো; ১.৬৩ মিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি

মুশফিকুর রহিম এর ডাবল সেঞ্চুরি

ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য হিসেবে আমরা সেঞ্চুরি হিসাব নিকাশ করি। অথচ ক্রিকেটের ইতিহাসে অনেক খেলোয়াড় ই সেঞ্চুরির পাশাপাশি ডাবল সেঞ্চুরি ও হাঁকিয়েছেন! ডাবল সেঞ্চুরি করা এটা খুব একটা সহজ কোনো ব্যাপার না। অনেকেই হয়তো ভাববে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ইন্ডিয়ার মতো দলের খেলোয়াড়রাই হয়তো এমন অসাধ্য কাজটা করতে পারবে। তবে সবার উদ্দেশ্যে বলতে চাই; ক্রিকেট ইতিহাসের ডাবল সেঞ্চুরির এই অসাধ্য কাজটা সাধন করেছে আমাদের বাংলাদেশি খেলোয়াড় মুশফিকুর রহিম

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম একাধিকবার ডাবল সেঞ্চুরি করেছেন। সর্বমোট ৩ টি ডাবল সেঞ্চুরি করেছেন উইকেট কিপার মুশফিকুর রহিম। শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই ডাবল সেঞ্চুরি করেছেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে পারেননি মুশফিকুর রহিম!

মুশফিকুর রহিম এর আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান

২৬ শে মে, ২০০৫ সালে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে ১৫ সদস্যের স্কোয়াডে নাম রাখা হয় মুশফিকুর রহিমের। ২০০৫ সালের সেই টেস্ট সফরে ইংল্যান্ড এর বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। পরবর্তীতে ০৬ ই আগস্ট, ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক এবং একই বছর ২৮ শে নভেম্বর এ টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় উইকেট কিপার মুশফিকুর রহিমের

মুশফিকুর রহিমের আন্তর্জাতিক পরিসংখ্যান ঘাটাঘাটি করলে জানা যায় এখন অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি, ২০ সেঞ্চুরি এবং ৮২টি হাফ সেঞ্চুরি করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। মুশফিকুর রহিম এর আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান যারা জানেনা, তাদের জন্য নিম্নে ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে পরিসংখ্যান তুলে ধরা হলো।

মুশফিকুর রহিম এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান

মোট ম্যাচ১০২
মোট রান১৫০০
গড়১৯.২৩
সেঞ্চুরি (১০০)
হাফ সেঞ্চুরি (৫০)০৬
সর্বোচ্চ রান৭২*
স্ট্রাইক রেট১১৪.৯৪
চার (৪)১২৬
ছক্কা (৬)৩৭
সর্বশেষ আপডেট: ১৪/০১/২০২৫

মুশফিকুর রহিম এর আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যান

মোট ম্যাচ২৭২
মোট রান৭,৭৯৩
গড়৩৬.৫৯
সেঞ্চুরি (১০০)০৯
হাফ সেঞ্চুরি (৫০)৪৯
সর্বোচ্চ রান১৪৪
স্ট্রাইক রেট৭৯.৭৩
চার (৪)৬১৭
ছক্কা (৬)১০০
সর্বশেষ আপডেট: ১৪/০১/২০২৫

মুশফিকুর রহিম এর আন্তর্জাতিক টেস্ট পরিসংখ্যান

মোট ম্যাচ৯৪
মোট রান৬,০০৭
গড়৩৭.৫৪
সেঞ্চুরি (১০০)১১
হাফ সেঞ্চুরি (৫০)২৭
সর্বোচ্চ রান২১৯*
স্ট্রাইক রেট৪৮.৪৭
চার (৪)৭১৩
ছক্কা (৬)৩৬
সর্বশেষ আপডেট: ১৪/০১/২০২৫
মুশফিকুর রহিম উচ্চতা, আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি এবং পরিসংখ্যান আপডেট
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম এর অধিনায়কত্ব সম্পর্কে

২০১১ সালে দেশের স্বার্থে, দলের প্রয়োজনে অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন উইকেট কিপার মুশফিকুর রহিমমুশফিকুর রহিম এর সেই অধিনায়কত্বের সাফল্যের কথা এখনো সবার মুখে মুখে। ২০১১ সাল থেকে ২০১৪ সাল অবধি দীর্ঘ ৪ বৎসর অধিনায়কের দায়িত্ব পালন করেন মুশফিকুর রহিম

একসাথে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সবগুলো ফরম্যাটের অধিনায়কত্ব পালন করেছেন মুশফিকুর রহিমটেস্ট অধিনায়কত্বের সময়ে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পরাজিত করার গৌরব অর্জন করেন মুশফিকুর রহিমের দল। দলকে চালানোর এক চমৎকার সিস্টেম জানতেন মুশফিক। তার হাত ধরেই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে খেলে এশিয়া কাপ এ রানারআপ হয়েছিলেন মুশফিকুর রহিমের দল।

মুশফিকুর রহিম এর ব্যক্তিগত জীবন

১৯৮৭ সালের ৯ মে বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন মুশফিকুর রহিমমুশফিকুর রহিম এর ডাকনাম মিতু। অনেকে মজা করে মুশি বলেও ডেকে থাকেন। বাবার নাম মাহবুব হাবিব এবং মায়ের নাম রহীমা খাতুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স, মাস্টার্স করেছেন মুশফিকুর রহিম। ক্রিকেট জীবনে যখন সফলতার শীর্ষে পৌঁছে গেছেন ঠিক সেই সময়ে জান্নাতুল কিফায়ত এর সাথে ২০১৪ সালের ২৫ শে সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখের দাম্পত্য জীবন শুরু করেন উইকেট কিপার মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম এর রেকর্ড বা অর্জন

  • বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে মুশফিকুর রহিম একমাত্র প্লেয়ার যে ২০২১ সালের মে মাসে আইসিসির প্লেয়ার অভ দ্য মান্থ কীর্তি অর্জন করেন।
  • ২০১৩ সালে বাংলাদেশ দল শ্রীলঙ্কা টেস্ট সফরে গেলে সেই টেস্টে সর্বপ্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম
  • ক্রিকেট বিশ্বের অষ্টম উইকেট কিপার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কীর্তি রয়েছে মুশফিকুর রহিমের।
  • মুশফিকুর রহিমের আরেকটা মজার কীর্তি হলো; ৯ নাম্বার পজিশনের ব্যাটসম্যান হয়েও ৬ নাম্বার পজিশনে খেলতে এসে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম
  • জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে আন্তর্জাতিক টেস্ট ডাবল সেঞ্চুরি করার মাধ্যমে ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম উইকেট কিপার হিসেবে টেস্ট ক্রিকেটে ২টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন মুশফিকুর রহিম
  • বাংলাদেশি একমাত্র প্লেয়ার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করার কীর্তি রয়েছে মুশফিকুর রহিমের
  • আইসিসি কর্তৃক ৫ বার ম্যান অভ দ্য সিরিজ হওয়ার রেকর্ড রয়েছে মুশফিকুর রহিমের
মুশফিকুর রহিম কয়টা ডাবল সেঞ্চুরি করেছে?

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম

আরো পড়ুন: সাঈদ আনোয়ার পরিসংখ্যান এবং পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ারকে নিয়ে অজানা তথ্য

তো এই ছিলো মুশফিকুর রহিম এর উচ্চতা, আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি এবং পরিসংখ্যান আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

1 thought on “মুশফিকুর রহিম এর উচ্চতা, আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি এবং পরিসংখ্যান আপডেট”

Leave a Comment