লামিন ইয়ামাল এর ধর্ম, বয়স এবং আন্তর্জাতিক গোল সম্পর্কে আপডেট তথ্য

আপনি যদি ফুটবল প্রেমি হয়ে থাকেন তাহলে তো নিশ্চয় লামিন ইয়ামাল কে চিনে থাকবেন। বর্তমানে একদম তরুণ ফুটবল খেলোয়াড়ের নাম; লামিন ইয়ামাল। এত অল্প বয়সে ফুটবলের জগতে আর হয়তো কোনো প্লেয়ার আসেনি! বড়বড় বাঘাবাঘা সব ফুটবল প্লেয়ারদের সাথে টেনে দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে লামিন ইয়ামাল। আজকের আর্টিকেলে লামিন ইয়ামাল এর ধর্ম, বয়স এবং আন্তর্জাতিক গোল সম্পর্কে আপডেট তথ্য এবং অন্যান্য সকল অজানা বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

লামিন ইয়ামাল এর ধর্ম কি

লামিন ইয়ামাল, নামটা শুনলে অনেকেই হয়তো ধর্ম নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়! কেউবা মনে করেন লিওনেল মেসির মতো লামিন ইয়ামাল ও হয়তো খ্রিস্টান ধর্মের অনুসারী! আবার কেউ কেউ অন্য কিছু ভেবে বসে থাকে। তবে সঠিক তথ্য হলো; মুসলিম ধর্মের অনুসারী লামিন ইয়ামাললামিন ইয়ামাল এর পরিবারের লোকজন ও মুসলিম ধর্মের অনুসারী। পারিবারিকভাবে মুসলিম পরিবারের সন্তান লামিন ইয়ামাল ও সেই ধর্ম অনুসরণ করেন। সে হিসেবে লামিন ইয়ামাল এর ধর্ম ইসলাম

লামিন ইয়ামাল ক্যারিয়ার পরিসংখ্যান

বয়সটা মাত্র ১৭। এই বয়সে অনেকেই সবেমাত্র ফুটবল হাতে নেয়! সেখানে লামিন ইয়ামাল পুরো বিশ্বকে নিজের দু’পায়ের জাদু দেখাচ্ছে। যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা এবং প্রেম করে বেড়ানোর বয়স। সেই বয়সে লামিন শিখছে ফুটবলের নতুন নতুন কৌশল। লামিন ইয়ামাল আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছে এটা বেশি দিন হয়নি। তবুও যতটুকু হয়েছে তাতেই পরিসংখ্যানটা বেশ নজর কাড়া।

মাত্র ১৭ বছর বয়সে স্পেন জাতীয় দলের হয়ে মেজর টুর্ণামেন্ট খেলতে নেমে ফুটবল বিশ্বকে এক চমক দেখিয়েছেন লামিন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী ফুটবল খেলোয়াড় হয়েও ইউরো এবং ফিফা বিশ্বকাপের মতো মেজর টুর্ণামেন্টে খেলে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন লামিন ইয়ামাল। চলুন তাহলে লামিন ইয়ামাল এর পরিসংখ্যান জেনে আসি..

লামিন ইয়ামাল এর আন্তর্জাতিক গোল

লামিন ইয়ামাল কোন দলের হয়ে মাঠ কাঁপিয়ে বেড়ায় সেটা হয়তো কমবেশি সকলেই জানি, তবুও যাদের অজানা আছে তাদের জন্য বলছি; লামিন ইয়ামাল শক্তিশালী স্পেন জাতীয় দলের একজন আইকনিক প্লেয়ার। স্পেন জাতীয় দলের হয়ে সবচেয়ে ছোট প্লেয়ার লামিন ইয়ামাল। বয়সে ছোট হলেও খেলার মান বিবেচনায় অনেক বড় বড় প্লেয়াররা তার পায়ের তলায় থাকবে। চলুন লামিন ইয়ামাল এর আন্তর্জাতিক গোল বা পরিসংখ্যান সম্পর্কে জেনে আসি।

দলের নামঅভিষেকমোট ম্যাচমোট গোল
স্পেন U-15১ ফেব্রুয়ারী, ২০২১০৬০৩
স্পেন U-16২১ শে সেপ্টেম্বর, ২০২১০৪০১
স্পেন U-17১৬ ই অক্টোবর, ২০২২১০০৮
স্পেন U-19২৫ শে অক্টোবর, ২০২২০১
স্পেন (মুল দল)৮ সেপ্টেম্বর, ২০২৩১৭০৩
সর্বশেষ আপডেট: ১৫/০১/২০২৫

লামিন ইয়ামাল এর বয়স কত

ফুটবল বিশ্বের সবচেয়ে ছোট তারকা খেলোয়াড় হলেন লামিন ইয়ামালবর্তমানে লামিন ইয়ামাল এর বয়স মাত্র ১৭ বছর২০০৭ সালের ১৩ ই জুলাই, বার্সোলোনার কাতালোনিয়া মেট্রোপলিটন এলাকায় লামিন ইয়ামাল জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে এমন জাদুকরী ফুটবল খেলা হয়তো আর কোনো প্লেয়ারের কাছে ফুটবল বিশ্ব দেখেনি!

সত্যি বলতে এই বাচ্চা ছেলে লামিন ইয়ামাল এর ফুটবল খেলা দেখলে আপনি রিতীমত মুগ্ধ হতে বাধ্য! কি সুন্দর সব পাস দেয় সতীর্থদেরকে। আবার দুয়েকটা বল নিজের জন্য তৈরি করে নিজেই গোল দিয়ে প্রতিপক্ষকে অবাক করে দেন লামিন ইয়ামাললামিন ইয়ামাল এর বয়স অনুযায়ী তার খেলার স্টাইল দেখলে আপনি তার ফ্যান হয়ে যাবেন।

লামিন ইয়ামাল এর মার্কেট ভ্যালু

প্রায়শই আমরা একটা প্রবাদ বলে থাকি ছোট মরিচের ঝাঁজ বেশি! লামিন ইয়ামাল ও সেই ছোট মরিচের মতো। বিশ্বের সর্বোচ্চ মার্কেট ভ্যালু ক্যারি করা প্লেয়ার তালিকার শীর্ষ ৩ নাম্বারে অবস্থানরত স্পেনের তারকা খেলোয়াড় লামিন ইয়ামালনরওয়ের হল্যান্ড এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের পরের নামটা লামিন ইয়ামাল

বর্তমানে €180.00m ইউরো মার্কেট ভ্যালু নিয়ে তালিকার ৩য় স্থানে রয়েছে লামিন ইয়ামাললামিন ইয়ামাল এর বয়স ও খুব বেশি না! আবার জাতীয় দলে অনেকদিন খেলছে তাও না! আসলে পায়ের জাদু দেখিয়ে নিজেকে বিশ্বের মধ্যে এত দামী করে তুলেছে লামিন ইয়ামাল

লামিন ইয়ামাল এর ধর্ম, বয়স এবং আন্তর্জাতিক গোল সম্পর্কে আপডেট তথ্য
লামিন ইয়ামাল

লামিন ইয়ামাল-এর রেকর্ড বা অর্জন

এত অল্প বয়সী একটা বাচ্চা ফুটবলার যে এত বড় বড় সব কীর্তি বা রেকর্ড গড়ে ফেলবে তা কয়জনে জানত! ফুটবল বিশ্বকে দেখিয়ে দিয়েছে, অর্জন করতে হলে বয়স না, খেলার মান দিয়ে অর্জন করতে হয়। লামিন ইয়ামাল এর ফুটবল জীবন সবেমাত্র শুরু, আপনারা লিখে রাখতে পারেন সামনে আরো অনেক রেকর্ড গড়বে এই ছেলেটা। চলুন সংক্ষিপ্ত পরিসরে লামিন ইয়ামাল এর রেকর্ড বা অর্জন সম্পর্কে জেনে আসি।

  • ১ বার ইউরোপীয়ান চ্যাম্পিয়ন।
  • ১ বার ইউরো পার্টিসিপ্যান্ট।
  • ১ বার স্প্যানিশ চ্যাম্পিয়ন।
  • ১ বার বেস্ট ইয়াং প্লেয়ার।
  • ১ বার ইউরো আন্ডার-১৭ পার্টিসিপ্যান্ট।
  • ১ বার এক আসরের সর্বোচ্চ গোলতাদা।
  • ১ বার স্প্যানিশ সুপার কাপ বিজয়ী।
  • ১ বার টর্নিয়ো ইন্টারন্যাশনাল আলগার্ভ আন্ডার-১৭।
  • ১ বার চ্যাম্পিয়ন লীগ পার্টিসিপ্যান্ট।
  • ২ বার দুই সিজনের সর্বোচ্চ গোলদাতা।

লামিন ইয়ামাল-এর আরো কিছু অর্জন

  • সবচেয়ে ছোট খেলোয়াড় হিসেবে ফাইনালের মঞ্চে গোল করার রেকর্ড।
  • উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশীপ ইয়াং প্লেয়ার অফ দ্যা টুর্ণামেন্ট।
  • সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ফাইনাল খেলার রেকর্ড।
  • UEFA উইরোপীয় চ্যাম্পিয়ানশীপ সর্বোচ্চ গোল করার জন্য গোল অফ দ্যা টুর্ণামেন্ট।
  • উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশীপ।
  • লা লিগাU-23 পুরো একমাসের সেরা খেলোয়াড়।
  • UEFA উইরোপীয় সবচেয়ে বেশি এসিস্ট।
  • লা লিগা U-23 প্লেয়ার অফ দ্যা সিজন।
  • লা লিগা পুরো একমাসের সর্বোচ্চ গোলদাতা।
  • উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ টিম অফ দ্যা টুর্ণামেন্ট।
  • UEFA উইরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপের সর্বোচ্চ গোলদাতা।
  • টুটো স্পোর্টস ইয়াংগেস্ট এওয়ার্ড।
  • উদীয়মান খেলোয়াড় হিসেবে গ্লোব সকার এওয়ার্ড।
লামিন ইয়ামাল বর্তমানে কোন ক্লাবে খেলে?

ছোট্ট ফুটবলার লামিন ইয়ামাল বর্তমানে বিশ্বের জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে একটি জনপ্রিয় ক্লাব বার্সোলোনা ক্লাবের হয়ে খেলছেন। দিনে দিনে বার্সার হয়ে লামিন ইয়ামাল এক অন্যরকম ইতিহাস রচনা করছে!

লামিন ইয়ামাল এর পুরো নাম কি?

স্পেন জাতীয় দলের সবচেয়ে তরুণ প্লেয়ারের নাম লামিন ইয়ামাললামিন ইয়ামাল এর পুরো নাম- লামিন ইয়ামাল নাসরাউই ইবানা

লামিন ইয়ামাল এর জন্ম তারিখ কত?

লামিন ইয়ামাল এর জন্ম তারিখ- ১৩ ই জুলাই, ২০০৭ সাল

আরো পড়ুন: ভিনিসিয়াস জুনিয়র ধর্ম কি, বর্তমান মার্কেট ভ্যালু এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য

তো এই ছিলো লামিন ইয়ামাল এর ধর্ম, বয়স এবং আন্তর্জাতিক গোল সম্পর্কে আপডেট তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

1 thought on “লামিন ইয়ামাল এর ধর্ম, বয়স এবং আন্তর্জাতিক গোল সম্পর্কে আপডেট তথ্য”

Leave a Comment