সাঈদ আনোয়ার পরিসংখ্যান এবং পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ারকে নিয়ে অজানা তথ্য

নব্বই দশকের সেরা ওপেনার কে? কিংবা নব্বই দশকের সেরা টপ অর্ডার ব্যটসম্যান? শচীন কিংবা সনাথ জয়াসুরিয়া– ওপেনার বললে সবার উপরে এই দুটো নামই আসবে। টপ অর্ডারের কথা বললে ব্রায়ান লারা, অ্যান্ড্যি ফ্লাওয়ার কিংবা স্টিভ ওয়াহরার নাম আসতে পারেকিন্তু এ যুগের ক্রিকেট প্রেমিরা কখনোই সাঈদ আনোয়ারের নাম নেন না! সর্বকালের সেরা একাদশের কোথাও জায়গা নেই এই পাকিস্তানি ওপেনারের। সাঈদ আনোয়ার কেন এতটা আন্ডাররেটেড! একটু পেছন ফিরে নব্বই দশকের ক্রিকেট ইতিহাস ঘাটাঘাটি করলেই এসব সকল প্রশ্নের উত্তর বুঝে আসে। আজকের আর্টিকেলে নব্বই দশকের মারকুটে ওপেনার সাঈদ আনোয়ার পরিসংখ্যান এবং পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ারকে নিয়ে অজানা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

সাঈদ আনোয়ার

ক্রিকেটের জগতে ধ্রুপদী এক ব্যাটিং তারকার নাম সাঈদ আনোয়ার১৯৬৪ সালের পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন সাঈদ আনোয়ার। তিনি ছিলেন দুর্দান্ত বাঁহাতি ব্যাটসম্যান এবং ওডিআই ফরম্যাটের সেরা ওপেনার। তিনি তার শিক্ষা জীবন শেষ করার আগে থেকেই প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা শুরু করেছিলেন। তবে ক্রিকেটার হওয়ার কোনো স্বপ্ন ছিলো না সাঈদ আনোয়ারের। তিনি তার বাবার মতো ইন্জিনিয়ার হতে চেয়েছিলেন। ভেবেছিলেন পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি জমাবেন এই ইন্জিনিয়ারিং পড়ুয়া ক্রিকেটার। কিন্তু আমেরিকার স্বপ্নকে দূরে ঠেলে ক্রিকেটকে বেছে নিতে হয় সাঈদ আনোয়ারের

নব্বই দশকে পাকিস্তান দলের ওপেনার হিসেবে ভরসার নাম ছিলেন সাঈদ আনোয়ার। ওপেনিং এ নেমে দলকে বেশ দারুণ একটা সূচনা এনে দিতেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট আসার আগে ওয়ানডে ক্রিকেটে ২৪০ রান যখন ছিলো ফাইটিং স্কোর সেই যুগেও ওপেনিং ব্যাটিং এ মারকুটে ব্যাট চালাতেন সাঈদ আনোয়ার। আবার টেস্ট ক্রিকেটেও শুরু থেকে শেষ অবধি খেলার কীর্তি রয়েছে তার। মোটকথা দুই ফরম্যাটের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের একজন ছিলেন সাঈদ আনোয়ার

সাঈদ আনোয়ারের ক্রিকেট মেধা ছিলো অসাধারণ! লেগ স্পিনার শাহীদ আফ্রিদিকে প্রাকটিসে এক সেশন দেখেই পরদিন নামিয়ে দিয়েছিলেন ৩নাম্বারে ব্যাট করতে! যে দিন আফ্রিদি গড়েছিলেন ৩৭ বলে সেঞ্চুরির ইতিহাস। বামহাতি ব্যাটার সাঈদ আনোয়ারের সবচেয়ে বড় শক্তি ছিলো টাইমিং এবং প্লেসমেন্ট। বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের সামনে নির্ভয়ে ব্যাটিং করতেন সাঈদ আনোয়ার। বোলারদের একটু এদিক ওদিক হলেই বল পাঠাতেন বাউন্ডারির বাইরে। নব্বই দশকের পরিসংখ্যান হিসাব করলে অনেকদিক থেকেই তিনি এগিয়ে ছিলেন শচীন টেন্ডুলকার কিংবা ব্রায়ান লারার চেয়ে

সাঈদ আনোয়ারের সেরা ওপেনার হয়ে ওঠার গল্প

১ লা জানুয়ারি, ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট শুরু করেন সাঈদ আনোয়ারওপেনার হিসেবে দলে ডাক পেলেও শুরুতে ৩নাম্বার পজিশনে নামানো হতো সাঈদ আনোয়ারকে। ১৯৮৯ সালের ডিসেম্বরের শেষ দিন শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড ডাউনে মাঠে নেমে ৩৪ বলে ৩৩ রান করেছিলেন সাঈদ আনোয়ার। এর কিছুদিন পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পজিশনে নেমে মাত্র ৩রান করে আউট হয়ে যান তিনি! এজন্য পরের ম্যাচে স্কোয়াডে রাখা হয়না তাকে। পরবর্তী ম্যাচে ওয়ান ডাউনে মাঠে নামেন সাঈদ আনোয়ারওপেনার সেলিম ইউসুফ দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে বলতে গেলে ওপেনার হিসেবেই সেদিন মাঠে নামে নামেন তিনি। এবং সেই ম্যাচে মাত্র ২৪ বল খেলে ৩৭ রান করেন সাঈদ আনোয়ার। পরের ম্যাচে ওপেনার হিসেবে মাঠে নামানো হয় সাঈদ আনোয়ারকে। সেই ম্যাচে তিনি ৩০ বলে ২৭ রান করেন।

সেই ম্যাচটা ছিলো সাঈদ আনোয়ারের ওয়ান বা সেকেন্ড ওয়ান ডাউন পজিশন থেকে ওপেনার হয়ে ওঠার গল্পের শুরু, এরপর সাঈদ আনোয়ার পাকিস্তান দলের জন্য ওপেনিং এর জন্য এক ভরসার নাম হয়ে ওঠেন। পরবর্তী ২ ম্যাচে আবার ওপেনিং এ এসে ৯৯ বলে ১২৬ এবং ৩৬ বলে ৪৩ রান করেন সাঈদ আনোয়ার। এর পর থেকে তিনি ভক্তদের চোখে হয়ে ওঠেন ওয়ানডে ক্রিকেটের সেরা ওপেনিং ব্যাটসমান। হাত ও চোখের সমন্বয়ে অসাধারণ সব শট খেলতেন সাঈদ আনোয়ার। অফ-সাইডের ফিল্ডারদের চোখ ফাঁকি দিয়ে শট খেলতে দারুণ পারদর্শী ছিলেন সাঈদ আনোয়ার। ১৯৮০-৯০’র দশকে যাদের জন্ম, তাদের কাছে সাঈদ আনোয়ার মানে কী? তা আসলে বলে বা লিখে বোঝানো বেশ কঠিন।

সাঈদ আনোয়ারের ক্রিকেট থেকে বিদায়ের গল্প

নব্বই দশকের অন্যতম সেরা ওপেনিং খেলোয়াড় ছিলেন সাঈদ আনোয়ারপাকিস্তান দলের জন্য ওপেনিং ভরসার শক্ত স্তম্ভ ছিলেন তিনি। কিন্তু ক্রিকেটে স্তম্ভ হয়ে খুব বেশিদিন রাজত্ব করতে পারেননি সাঈদ আনোয়ার! একটা পারিবারিক বিপর্যয়ে পাল্টে যায় তার গতিপথ। বিদায় জানিয়ে দেন দেন ক্রিকেটকে। সাঈদ আনোয়ার অবসর নেওয়ার পরে পাকিস্তানের সেই সময়কার অধিনায়ক রশিদ লতিফ বলেছিলেন; সাঈদ আনোয়ারের মতো আর কেউ কখনো পাকিস্তান ক্রিকেট দলে আসবে না! কথাটা দুইদিক থেকেই সঠিক ধরে নিলেও ভুল হবে না! ব্যক্তি সাঈদ আনোয়ার এবং ব্যাটিং সাঈদ আনোয়ার দু’জনেই সেরা।

তাই তো সাঈদ আনোয়ার অবসর নেওয়ার কয়েক যুগ পেরিয়ে গেলেও মানসম্মত কোনো ওপেনার খুঁজে পায়নি পাকিস্তান দল। অনেকেই এসেছে, আবার সময়ের সাথে সাথে হারিয়েও গিয়েছে! কিন্তু সাঈদ আনোয়ারের সেই শূন্যতা কেউ পূরণ করতে পারেনি। এজন্য মাঝের বছরগুলোতে পাকিস্তানের মিডল অর্ডার খুব শক্তিশালী হওয়ার পরেও ওপেনার না থাকাশ ভুগতে হয়েছে দলটাকে।

৩১ শে আগস্ট, ২০০১ সাল, মুলতান টেস্টে বাংলাদেশ বনাম পাকিস্তান মুখোমুখি। খেলার শেষে স্ত্রী ফোন দিয়ে জানান তিন বছরের কন্যা বিসমাহ সাঈদ হঠাৎ অসুস্থ! তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে যান সাঈদ আনোয়ার, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে নিজের হাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আদরের কন্যা। এই শোক ভুলতে পারেনি সাঈদ আনোয়ার। কি ছিলো না সাঈদ আনোয়ারের! টাকা-পয়সা, ধন-দৌলত, জশ, খ্যাতি সবই ছিলো অথচ ছোট শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়নি! তিনি বুঝে ফেলেন এই জীবন আসলে কিছুই না! পরকালের জীবনই সত্যিকারের জীবন। সেদিনই তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন ক্রিকেটকে বিদায় জানিয়ে ধর্মপ্রচারের পথ বেছে নেবেন সাঈদ আনোয়ার

সাঈদ আনোয়ার-এর আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান

আন্তর্জাতিক ক্রিকেটে সাঈদ আনোয়ার এমন একজন ব্যাটার যিনি ওয়ানডে ক্রিকেটে টানা ৩ টি সেঞ্চুরি করেছেন! এবং চেন্নাইয়ের মাঠে ভারতে বিপক্ষের সেই ম্যাচটা তো সকল ক্রিকেট ভক্তদের মনে এখনো গেথে রয়েছে! সেদিন ১৯৪ রান করেছিলেন সাঈদ আনোয়ার, এবং তিনি পায়ে ব্যথা অনুভব করার জন্য সেদিন আনোয়ারের হয়ে দৌড়েছিলেন শাহিদ আফ্রিদি। আজকের দিনের মতো তখন কেউ এরকম ডাবল সেঞ্চুরির দেখা পেতেন না! আনোয়ারের সেই রেকর্ডটি বহুবছর টিকে ছিলো। চলুন নব্বই দশকের সেরা এই ওপেনারের আন্তর্জাতিক পরিসংখ্যান জেনে আসি..

সাঈদ আনোয়ার পরিসংখ্যান এবং পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ারকে নিয়ে অজানা তথ্য
সাঈদ আনোয়ার

ওডিআই ক্রিকেটে সাঈদ আনোয়ার-এর ব্যাটিং পরিসংখ্যান

ম্যাচ২৪৭
ইনিংস২৪৪
রান৮,৮২৪
সর্বোচ্চ১৯৪
স্ট্রাইক রেট৮০.৬৭
হাফ সেঞ্চুরি (৫০)৪৩
সেঞ্চুরি (১০০)২০
সর্বশেষ আপডেট: ১০/০১/২০২৫

ওডিআই ক্রিকেটে সাঈদ আনোয়ার-এর বোলিং পরিসংখ্যান

ম্যাচ২৪৭
ইনিংস১৩
রান১৯১
উইকেট০৬
ইকোনোমি৪.৭৪
সেরা বোলিং২/৯
৫ উইকেট
সর্বশেষ আপডেট: ১০/০১/২০২৫

টেস্ট ক্রিকেটে সাঈদ আনোয়ার-এর ব্যাটিং পরিসংখ্যান

ম্যাচ৫৫
ইনিংস৯১
রান৪,০৫২
সর্বোচ্চ১৮৮
স্ট্রাইক রেট৫৫.৭৭
হাফ সেঞ্চুরি (৫০)২৫
সেঞ্চুরি (১০০)১১
সর্বশেষ আপডেট: ১০/০১/২০২৫

টেস্ট ক্রিকেটে সাঈদ আনোয়ার-এর বোলিং পরিসংখ্যান

ম্যাচ৫৫
ইনিংস০১
রান২৩
উইকেট
ইকোনোমি২.৮৮
সেরা বোলিং০/০
৫ উইকেট
সর্বশেষ আপডেট: ১০/০১/২০২৫
সাঈদ আনোয়ার কবে অবসর গ্রহণ করেন?

সাঈদ আনোয়ার একজন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারবাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তিনি ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন।

আরো পড়ুন: সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান

তো এই ছিলো সাঈদ আনোয়ার পরিসংখ্যান এবং পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ারকে নিয়ে অজানা তথ্য আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

1 thought on “সাঈদ আনোয়ার পরিসংখ্যান এবং পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ারকে নিয়ে অজানা তথ্য”

Leave a Comment