আজকের আর্টিকেলের হেডলাইন দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনাতে একজন মহাতারকাকে নিয়ে আলোচনা করবো। সেই মহাতারকার নাম; সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। সাকিব আল হাসান শুধু একটি নাম নয়! তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি যুবকদের অনুপ্রেরণা, তিনি একজন কিংবদন্তি। সাকিবের অসাধারণ প্রতিভার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়! সাকিব আল হাসানের অসংখ্য ভক্তকুল রয়েছে, তারা সাকিবকে নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করে থাকে। তাদের কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে সাকিব আল হাসানের টেস্ট পরিসংখ্যান: রেকর্ড, অবসর এবং শ্রেষ্ঠত্বের অজানা গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
সাকিব আল হাসানের টেস্ট পরিসংখ্যান
২০০৭ সালের ১৮ ই মে, ঘরের মাঠ চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। এখন অবধি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৩১ টা হাফ সেঞ্চুরি এবং ৫ টা সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো:
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৭১ |
ইনিংস | ১৩০ |
রান | ৪৬০৯ |
সর্বোচ্চ রান | ২১৭ |
স্ট্রাইক রেট | ৬১.৬৮ |
সেঞ্চুরি (১০০) | ০৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩১ |
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১২১ |
রান | ৭৮০৩ |
উইকেট | ২৪৬ |
ইকোনোমি | ২.৯৯ |
৪ উইকেট | ১০ |
৫ উইকেট | ১৯ |
১০ উইকেট | ০২ |
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের যতসব রেকর্ড বা কীর্তি
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট জীবনে নিজেকে একজন সফল অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছিলেন। ব্যাটিং, বোলিং এবং অন্যান্য সকল পারফরম্যান্সের বিবেচনায় টেস্ট ক্রিকেটে সাকিব গড়েছেন এক অকল্পনীয় কীর্তি। নিম্নে সাকিব আল হাসানের টেস্ট রেকর্ড বা কীর্তিগুলো তুলে ধরা হলো:
১. বিশ্বসেরা অলরাউন্ডার
চমৎকার এবং দৃষ্টিনন্দন ক্রিকেট খেলার জন্য আইসিসি কর্তৃক দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটের রাঙ্কিং এ এক নাম্বার পজিশনে ছিলেন সাকিব আল হাসান। তার মতো এত সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব অন্য কোনো খেলোয়াড় ধরে রাখতে পারেনি!
২. ডাবল সেঞ্চুরি
২০১৭ সালে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত প্রথম ডাবল সেঞ্চুরি ম্যাচ ছিলো এটা। সেই ম্যাচে সাকিবের ডাবল সেঞ্চুরির এই ক্যামিও ইনিংসটা বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা একটি অর্জন।
৩. ১০ উইকেট ও সেঞ্চুরি
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান এমন এক রেকর্ড গড়েছেন যা ক্রিকেট বিশ্বে দুর্লভ! অন্য কোনো ক্রিকেটারের এই রেকর্ড ভাঙতে গেলেও প্রচুর বেগ পোহাতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচেই ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি করা খেলোয়াড় পাওয়া খুবই দুষ্কর! ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই অসাধ্য কাজটা সাধন করে বিশ্বকে আরেকবার নিজের জাত চিনিয়েছেন সাকিব আল হাসান।
৪. বহুবার ম্যাচ সেরা ও সিরিজ সেরা
দারুণ পারফরম্যান্স দিয়ে অসংখ্যবার ম্যাচ সেরা এবং পুরো সিরিজে চমৎকার খেলা দেখিয়ে সিরিজ সেরা হওয়ার ও গৌরব অর্জন করেছেন সকািব আল হাসান। সাকিবের প্রতিটা সাফল্য এটাই প্রমাণ করে তিনি কতটা দক্ষ এবং ক্ষমতাসম্পন্ন খেলোয়াড়।
৫. দলের অন্যতম ভরসা
এখন অবধি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭১ টি ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ৬০৯ রান। এবং ৩১ টি হাফ সেঞ্চুরি ও ৫ টা সেঞ্চুরি ও বল হাতে নামের পাশে রয়েছে ২৪৬ টি উইকেট। এমন পারফরম্যান্সের জন্য দলের এক অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান।
৬. অধিনায়ক হিসেবে রেকর্ড
সবচেয়ে কম বয়সে দলের দায়িত্ব বা অধিনায়কত্ব পাওয়া একমাত্র খেলোয়াড় সাকিব আল হসান। মাত্র ২২ বছর বয়সে বাংলাদেশ ক্রিকেট দলের হাল ধরেন সাকিব আল হাসান। সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব পাওয়া খেলোয়াড়দের মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছে সাকিব আল। এবং অধিনায়ক হিসেবে দলের সমস্ত চাপ কাঁধে নিয়ে, আন্তর্জাতিক টেস্ট সিরিজের এক টেস্টের পর পর সেঞ্চুরি এবং বল হাতে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের।
অধিনায়ক হিসেবে মোট ১৭ টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ কেলেছন সাকিব আল হাসান। তার মধ্যে ০৩ টি ম্যাচ জয়, ১১ টি ম্যাচ হার এবং ০৩ টি ম্যাচ ড্র হয়েছে। তবে অধিনায়ক হিসেবে সেরা পারফর্ম ছিলো ব্যাট হাতে ১৩৭ রানের বিশাল এক ক্যামিও ইনিংস এবং বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট।

টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায়
টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায় নিতে অনেক ধোঁয়াশা চলতেছে। কেউ বলে বিদায় বলে দিয়েছে সাকিব, আবার কেউবা বলে খুব শীঘ্রই বিদায় বলবে সাকিব! আসলে সত্যি কোনটা? সত্য হলো; এখনো টেস্ট ক্রিকেটকে বিদায় বলেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সত্যি বলতে সাকিবকে ক্রিকেট অঙ্গন থেকে হারিয়ে ফেলা মানে একজন ক্রিকেটারকে হারানো নয়, বরং এক সোনালী ক্রিকেট যুগের অধ্যায় শেষ হয়ে যাওয়া।
বাংলাদেশের রাজনৈতিক সমস্যার জন্য কিছুদিন ধরে দেশের বাহিরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। সর্বশেষ ভারতের কানপুর টেস্টে সাকিব অবসর নেওয়ার আগ্রহ প্রকাশ করলে বোর্ড তা একসেপ্ট করেনি! গুঞ্জন শোনা যাচ্ছিলো পরবর্তীতে দেশের মাটিতে এসে এক অন্যরকম সুন্দরভাবে হাত উঁচু করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবে সাকিব আল হাসান, কিন্তু তা আর হয়নি। এখনো সবকিছু অপরিষ্কার হিসেবে রয়েছে। তবে আশা করা যায় খুব শীঘ্রই হয়তো এই মহাতারকার বিদায় ঘটবে!
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১ বার ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। ২০১৭ সালে ওয়েলিংটন এর মাটিতে শক্তিশালী নিউজল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। এ দিনটি ছিলো সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরির দিন।
আরো পড়ুন: সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান
তো এই ছিলো সাকিব আল হাসানের টেস্ট পরিসংখ্যান: রেকর্ড, অবসর এবং শ্রেষ্ঠত্বের অজানা গল্প সম্পর্কে সুন্দর গোছানো আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “সাকিব আল হাসানের টেস্ট পরিসংখ্যান: রেকর্ড, অবসর এবং শ্রেষ্ঠত্বের অজানা গল্প”