আল নাসর খেলা কবে? নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫

বর্তমানে সৌদি আরবের ক্লাবগুলোর ব্যাপারে জানেনা, এমন ফুটবল প্রেমি হয়তো খুঁজে পাওয়া যাবে না! বর্তমানে বার্সোলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটিসহ সৌদি আরবের ‘আল নাসর’ ক্লাবটিও বিপুলভাবে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এবং জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যেও আল নাসর নিজের জায়গা করে নিয়েছে। আজকের আর্টিকেলে আল নাসর খেলা কবে? নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

আল নাসর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ

হঠাৎ করেই সৌদি আরবের ক্লাব আল নাসর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কমবেশি সকলেরই হয়তো জানা আছে; পর্তুগীজ তারকা রোনালদো আল নাসর এ চুক্তিবদ্ধ হয়ে নিয়মিত খেলার কারণে আল নাসর আজ জনপ্রিয়তার শীর্ষে। সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় তালিকা করলে রোনালদোর নাম একদম উপরের সারিতে পাওয়া যায়। আবার হিউজ পরিমান একটা ফ্যানবেজ থাকার কারনে রাতারাতি স্টার বনে গেছে সৌদি আরবের আল নাসর

আল নাসর ক্লাবে পর্তুগালের ক্রিশ্চিয়ান রোনালদো থাকার কারনে, রোনালদো ভক্তসহ প্রায় সকল ফুটবল প্রেমিরা আল নাসর ম্যাচ সময়সূচি জানার ব্যাপারে মুখিয়ে থাকেন। অনেক জায়গায় সময়সূচি খোঁজাখুজি করেও সঠিক তথ্য হয়তো পাননা! সেজন্য আজকের আর্টিকেলে আল নাসর খেলা কবে? এবং নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫ সম্পর্কে জানানো হবে। চলুন তাহলে আল নাসর খেলা কবে? এবং নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫ সম্পর্কে জেনে আসি।

নতুনভাবে সংশোধিত আল নাসর ম্যাচ সময়সূচি-২০২৫

তারিখমুখোমুখিসময়
০৯ জানুয়ারি, ২০২৫আল নাসর বনাম আল আখদাঊদ১১:০০ PM
১৭ জানুয়ারি, ২০২৫আল নাসর বনাম আল তাওঊন১১:০০ PM
২১ জানুয়ারি, ২০২৫আল নাসর বনাম আল খালেজ০৮:৫০ PM
২৬ জানুয়ারি, ২০২৫আল নাসর বনাম আল ফাতেহ্১১:০০ PM
৩০ জানুয়ারি, ২০২৫আল নাসর বনাম আল রায়েদ১১:০০ PM
০৪ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম আল ওয়াসল১২:০০ AM
০৭ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম আল ফিহা০৯:২০ PM
১৩ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম আল আহলে সৌদি১১:৩০ PM
১৭ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম পারসেপোলিস১০:০০ PM
২১ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম আল ইত্তেফাক১১:০০ PM
২৫ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম আল ওয়াহেদা০৯:১৫ PM
২৮ ফেব্রুয়ারী, ২০২৫আল নাসর বনাম আল ওরাবাহ্TBD
০৬ মার্চ, ২০২৫আল নাসর বনাম আল শাবাবTBD
১৩ মার্চ, ২০২৫আল নাসর বনাম আল খুলদ্TBD
০৪ এপ্রিল, ২০২৫আল নাসর বনাম আল হিলালTBD
১০ এপ্রিল, ২০২৫আল নাসর বনাম আল রিয়াদTBD
১৭ এপ্রিল, ২০২৫আল নাসর বনাম আল ক্বাদিসিয়াহ্TBD
২২ এপ্রিল, ২০২৫আল নাসর বনাম দ্বামাকTBD
০১ মে, ২০২৫আল নাসর বনাম আল ইত্তিহাদTBD
০৮ মে, ২০২৫আল নাসর বনাম আল আখদাঊদTBD
১৪ মে, ২০২৫আল নাসর বনাম আল তাওঊনTBD
২০ মে, ২০২৫আল নাসর বনাম আল খালেজTBD
২৬ মে, ২০২৫আল নাসর বনাম আল ফাতেহ্TBD
সকল ম্যাচ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী

আল নাসর ক্লাবের তালিকাভুক্ত ২০২৫ সালের খেলোয়াড় স্কোয়াড

বর্তমানে সৌদি আরবের ক্লাবগুলো নিজেদের দল সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছে। কোন দলে কতজন তারকা খেলোয়াড় ভেড়ানো যায়, সেটার জন্য ক্লাবগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে সৌদি আরবের তারকা সমাবেশ ক্লাব আল নাসর বর্তমানে ক্লাবগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন। আল নাসর ক্লাবে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদোর পাশাপাশি রয়েছে সেনেগালের আরেক জনপ্রিয় তারকা সাদীও মানে। এসব তারকা খেলোয়াড়দের সাথে আরো কারা চুক্তিবদ্ধ রয়েছে চলুন তাদের ব্যাপারেও জেনে আসি।

আল নাসর খেলা কবে নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫
আল নাসর

মিডফিল্ডার

নামজার্সি নাম্বারমার্কেট ভ্যালু
আন্দেরসন টেলিস্কা৯৪জানা যায়নি
ওতাভিও২৫জানা যায়নি
মারসেলো ব্রোজেভিক১১জানা যায়নি
আয়মান আহমেদ ইয়াহয়া ২৩জানা যায়নি
আলী আল হাসান১৯জানা যায়নি
আব্দুল্লাহ আল খায়বারী১৭জানা যায়নি
সামি আল নাজেঈ১৪জানা যায়নি
আব্দুল মাজেদ আল সুলাইহিম০৮জানা যায়নি
আলী মুক্তার০৬জানা যায়নি
মোবারক সালেম আল দাউসারীনতুনজানা যায়নি

ফরওয়ার্ড

নামজার্সি নাম্বারমার্কেট ভ্যালু
ক্রিশ্চিয়ান রোনালদো০৭জানা যায়নি
সাদিও মানে১০জানা যায়নি
এ্যান্জেলো গাব্রিয়েল২০জানা যায়নি
ওয়েসলে৮০জানা যায়নি
আব্দুল রহমান ঘারেব২৯জানা যায়নি
মোহাম্মাদ খলীল মারান১৬জানা যায়নি
সাদ হোসাইন হাকাওয়ি৬০জানা যায়নি
ফারিস ইউসুফ সালেমনতুনজানা যায়নি
মুবারক আহমেদ আল বুয়াইনাইন৬১জানা যায়নি
আব্দুল রহমান আউদা আল ইনাজিনতুনজানা যায়নি

ডিফেন্ডার

নামজার্সি নাম্বারমার্কেট ভ্যালু
মোহাম্মাদ সিমাকান০৩জানা যায়নি
আয়মারিক লাপোরতো২৭জানা যায়নি
সালিম আল নাজদি৮৩জানা যায়নি
নওয়াফ ভুসাল১২জানা যায়নি
সুলতান আল ঘান্নাম০২জানা যায়নি
আলী লাজামি৭৮জানা যায়নি
মোহাম্মাদ আল ফাতিল০৪জানা যায়নি
মাজেদ ক্বাস্সে৫০জানা যায়নি
আওয়াদ আমান৪৯জানা যায়নি
মোহাম্মাদ ইয়াহয়ি হাজারিনতুনজানা যায়নি

গোলকিপার

নামজার্সি নাম্বারমার্কেট ভ্যালু
বেনটো২৪জানা যায়নি
নওয়াফ আল আকিদী৪৪জানা যায়নি
রাগীদ আল নাজ্জার৩৬জানা যায়নি
আল নাসর এর খেলা লাইভ কিভাবে দেখা যাবে?

Sony Liv এপস এর মাধ্যমে আল নাসর এর সমস্ত ম্যাচগুলো আপনারা লাইভ দেখতে পারবেন।

আল নাসর ক্লাবের সর্বোচ্চ গোলদাতা কে?

এখন অবধি সর্বোচ্চ গোল দিয়ে রেকর্ড করেছেন মাজীদ আহমেদ আব্দুল্লাহ। আল নাসর ক্লাবের হয়ে মাজীদ আহমেদ আব্দুল্লাহ সর্বমোট ২৬০ টি গোল করেছেন।

আরো পড়ুন:  আল হিলাল খেলা কবে এবং ২০২৫ সালের নতুন সময়সূচি সম্পর্কে সঠিক তথ্য

তো এই ছিলো আল নাসর খেলা কবে? নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫ সম্পর্কে সঠিক তথ্য। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

1 thought on “আল নাসর খেলা কবে? নতুনভাবে সংশোধিত ম্যাচ সময়সূচি-২০২৫”

Leave a Comment