বর্তমানে অলরাউন্ডার হিসেবে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত প্লেয়ার কাইল মেয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এই তারকা খেলোয়াড় ব্যাটিং এ নেমে এক মহা তান্ডব শুরু করে দেন! যতক্ষণ সময় ক্রিজে থাকেন, ততক্ষণে শুধু রানের ফুলঝুরি ঝরতে থাকে। আবার বল হাতেও কাইল মেয়ার্স এক ভয়ংকর রূপ ধারণ করেন। সবকিছু মিলিয়ে অলরাউন্ডার হিসেবে অল্প সময়ে কাইল মেয়ার্স বিশ্ব দরবারে নিজেকে অন্য রূপে উপস্থাপন করে তুলেছে। আজকে আর্টিকেলে ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় কাইল মেয়ার্স পরিসংখ্যান এবং ঐতিহাসিক টেস্ট রেকর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
কাইল মেয়ার্স পরিসংখ্যান
২০২০ সালের ২৯ শে নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কাইল মেয়ার্স এর। প্রথম শ্রেনীর ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খুব বেশিদিন হয়নি কাইল মেয়ার্স এর। এই অল্প সময়ে তিনি ছাড়িয়ে গিয়েছেন অসংখ্য সেরা সব প্লেয়ারদের। শুধুমাত্র ব্যাট বা বল হাতে না! একজন সফল অলরাউন্ডারের খাতায় নিজের নাম লিখিয়েছেন কাইল মেয়ার্স। নিম্নে ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে কাইল মায়ার্স এর আন্তর্জাতিক ও আইপিএল পরিসংখ্যান তুলে ধরা হলো:
কাইল মেয়ার্স আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান
২০২০ সালের ২৯ শে নভেম্বর, বে ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় কাইল মেয়ার্স এর। মাত্র অল্প কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খেলার স্টাইল দেখে তা বোঝার উপায় নেই! এখন অবধি ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কাইল মেয়ার্স, এবং রান করেছেন ৭৬২।
কাইল মেয়ার্স আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৩৮ |
মোট রান | ৭৬২ |
সর্বোচ্চ | ৭৩ |
গড় | ২১.৭৭ |
স্ট্রাইক রেট | ১৩৮.৩০ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৩ |
সেঞ্চুরি (১০০) | ০ |
কাইল মেয়ার্স আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১২ |
উইকেট | ০ |
ইকোনমি | ৯.৫ |
সেরা বোলিং | ০/৪ |
স্ট্রাইক রেট | ০.০ |
কাইল মেয়ার্স আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যান
২০২১ সালের ২০ শে জানুয়ারি, শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় কাইল মেয়ার্স এর। এখন অবধি ২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কাইল মেয়ার্স, এবং রান করেছেন ৬৬০।
কাইল মেয়ার্স আন্তর্জাতিক ওয়ানডে ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৮ |
মোট রান | ৬৬০ |
সর্বোচ্চ | ১২০ |
গড় | ২৫.৩৮ |
স্ট্রাইক রেট | ৮৫.১৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০২ |
সেঞ্চুরি (১০০) | ০২ |
কাইল মেয়ার্স আন্তর্জাতিক ওয়ানডে বোলিং পরিসংখ্যান
ইনিংস | ২৩ |
উইকেট | ১৪ |
ইকোনমি | ৫.৫৩ |
সেরা বোলিং | ২/৩০ |
স্ট্রাইক রেট | ৪৯.০ |
কাইল মেয়ার্স আন্তর্জাতিক টেস্ট পরিসংখ্যান
২০২১ সালের ৩ ফেব্রুয়ারী, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় কাইল মেয়ার্স এর। এখন অবধি ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন কাইল মেয়ার্স, এবং রান করেছেন ৯৪৯।

কাইল মেয়ার্স আন্তর্জাতিক টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১৮ |
মোট রান | ৯৪৯ |
সর্বোচ্চ | ২১০ |
গড় | ৩২.৭২ |
স্ট্রাইক রেট | ৬১.২৩ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০২ |
সেঞ্চুরি (১০০) | ০২ |
ডাবল সেঞ্চুরি (২০০) | ০১ |
কাইল মেয়ার্স আন্তর্জাতিক টেস্ট বোলিং পরিসংখ্যান
ইনিংস | ২৮ |
উইকেট | ৩৪ |
ইকোনমি | ২.৪৫ |
সেরা বোলিং | ৫/১৮ |
স্ট্রাইক রেট | ৪৪.৮২ |
কাইল মেয়ার্স আইপিএল পরিসংখ্যান
২০২৩ সালের ১ এপ্রিল, ভারত রত্ম শ্রী অতল বিহারি ভেজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষ ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল এ অভিষেক হয় কাইল মেয়ার্স এর। আইপিএল ক্যারিয়ারে এখন অবধি ১৩ টি ম্যাচ খেলেছেন কাইল মেয়ার্স, এবং রান করেছেন ৩৭৯।
কাইল মেয়ার্স আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১৩ |
মোট রান | ৩৭৯ |
সর্বোচ্চ | ৭৩ |
গড় | ২৯.১৫ |
স্ট্রাইক রেট | ১৪৪.১১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৪ |
সেঞ্চুরি (১০০) | ০ |
কাইল মেয়ার্স আইপিএল বোলিং পরিসংখ্যান
ইনিংস | ০৬ |
উইকেট | ০ |
ইকোনমি | ৮.৪৩ |
সেরা বোলিং | ০/৪ |
স্ট্রাইক রেট | ০.০ |
কাইল মেয়ার্স এর জীবন সংক্রান্ত অজানা তথ্য
১৯৯২ সালের ৮ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ শহরে জন্মগ্রহণ করেন কাইল মেয়ার্স। কাইল মেয়ার্সকে কমবেশি আমরা সকলেই চিনি। কাইল মেয়ার্স একজন পেশাদার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তিনি এক অনন্য ইতিহাস রচনা করেছিলেন! জাতীয় দলে ব্যাটার হিসেবে জায়গা পেলেও নিয়মিত মিডিয়াম পেস বোলিং করে ব্যাটার থেকে নিজেকে অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছেন এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
ছোট বেলায় স্থানীয় ক্রিকেট ক্লাবগুলোতে খেলতে খেলতে ধীরে ধীরে ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের নজরে পড়ে যান কাইল মেয়ার্স। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কাইল মেয়ার্সের। বর্তমান কাইল মেয়ার্সকে ক্রিকেট ভক্তরা এক নামে চিনে থাকে।
কাইল মেয়ার্স এর বিশ্বরেকর্ড
২০২১ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। দলের একাদশে প্রথমবারের মতো জায়গা পান কাইল মেয়ার্স। বাংলাদেশের বিপক্ষে নিজের আন্তর্জাতিক প্রথম টেস্ট ম্যাচেই ২০৭ রানের অবিশ্বাস্য এক ক্যামিও ইনিংস খেলেন কাইল মেয়ার্স।
এই ম্যাচটাই ছিলো কাইল মেয়ার্স এর প্রথম ম্যাচ। এবং প্রথম ম্যাচেই এমন রেকর্ড দেখে পুরো ক্রিকেট বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছিল। সেদিন বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের নায়ক ও ছিলেন কাইল মেয়ার্স। ইতিহাসের প্রথম ক্রিকেটার কাইল মেয়ার্স যিনি আন্তর্জাতিক অভিষেক ম্যাচে ২০০ শত রান করার কৃতিত্ব অর্জন করেছেন।
কাইল মেয়ার্স সম্পর্কে কিছু অজানা তথ্য
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কাইল মেয়ার্স সম্পর্কে কিছু আনা তথ্য তুলে ধরা হলো;
- কাইল মেয়ার্সের ব্যাটিং স্টাইলকে অনেকে ভয় পেয়ে থাকেন। কারণ কাইল মেয়ার্স ক্রিজে এসে প্রথমদিকে একটু স্লো রান করে থাকে, কিন্তু যখন ক্রিজে সেট হয়ে যান, সেই সময়ে তার আক্রমনাত্মক ব্যাটিং স্টাইলে মুগ্ধ হোন গ্যালারী ভর্তি দর্শকরা।
- খুবই অল্প বয়সে ক্রিকেট জগতে এসেছেন কাইল মেয়ার্স। এত অল্প বয়স এবং অল্প সময়ে এত সাফল্য অন্য কোনো ক্রিকেটার অর্জন করতে পারেনি।
- কাইল মেয়ার্স দলে ব্যাটার হিসেবে জায়গা পেলেও নিয়মিত প্রাকটিস করার কারণে মাঝেমধ্যে মিডিয়াম পেস বল করে থাকেন তিনি। তার এই মিডিয়াম পেস বল বর্তমানে দলের জন্য গোপন অস্ত্র হিসেবে কাজ করে থাকে।
ওয়েস্ট ইন্ডিজ এর অলরাউন্ডার কাইল মেয়ার্সের টি-টোয়েন্টি সর্বোচ্চ স্কোর: ৭৩ রান। ওয়ানডে স্কোর: ১২০ রান এবং টেস্ট স্কোর: ২১০ রান।
আরো পড়ুন: তিলক বর্মা পরিসংখ্যান এবং এই বিশ্ব রেকর্ডধারীর অজানা জীবন কাহিনি
তো এই ছিলো কাইল মেয়ার্স পরিসংখ্যান এবং ঐতিহাসিক টেস্ট রেকর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “কাইল মেয়ার্স পরিসংখ্যান এবং ঐতিহাসিক টেস্ট রেকর্ড সম্পর্কে জানুন”