ক্রীড়া অঙ্গনের জনপ্রিয় একটি খেলা হলো বাস্কেটবল খেলা। বাস্কেটবল দুইটি দলের মধ্যে খেলা হয়ে থাকে। সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করা দল বিজয়ী হয়। বাস্কেটবল খেলার প্রচলন উন্নত দেশগুলোতে চালু থাকলেও বাংলাদেশে বাস্কেটবল খেলার প্রচলন তুলনামূলকভাবে কিছুটা কম! তবে বর্তমানে অন্যান্য ক্রীড়াঙ্গনের পাশাপাশি বাস্কেটবল খেলার ব্যাপারেও খেলা প্রেমীদের আগ্রহ বাড়তেছে। এজন্য আজকের আর্টিকেলে বাস্কেটবল খেলার সঠিক নিয়ম: কোর্টের মাপ এবং খেলা সম্পর্কে অজানা তথ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
বাস্কেটবল খেলার সঠিক নিয়ম
বাস্কেটবল খেলার নিয়ম হয়তো কমবেশি আমরা সকলেই জানি, কিন্তু সঠিক নিয়ম আমরা জানিনা। সঠিক নিয়ম বলতে যে নিয়মে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে থাকে। বাস্কেটবল খেলার আন্তর্জাতিক নিয়মগুলো হলো;
পরিচ্ছন্ন কোর্ট
বাস্কেটবল খেলার প্রথম নিয়ম হলো; খেলার কোর্ট পরিষ্কার, পরিচ্ছন্ন হতে হবে। ময়লা বা ঘাসযুক্ত মাঠে বাস্কেটবল কম লাফায়, এজন্য কোর্ট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়।
রিং বা হুশ
বাস্কেটবল ফুটবলের মতো গোল দেওয়ার খেলা। তবে ফুটবলের মতো বড় গোলবার থাকে না! উঁচু করে একটা গোল রিং বা হুশ করা থাকে। হুশের উচ্চতা ৩.০৫ মিটার উঁচুতে হতে হয়। এবং ৪৫ সেমি মিটার গোল ব্যাসার্ধ। এবং হুঁশের মুখটা নেট দিয়ে লাগানো থাকে যে বলটা ভেতরে ঢুকলে সুন্দর মতো আমার নিচে পড়তে পারে।
বাস্কেটবল
ফুটবলের মতো দেখতে, তবে ওতটা ওজন নয়। মাত্র ৫৬০ থেকে ৬৫০ গ্রাম ওজনের মধ্যে বাস্কেটবল হয়। বেশিরভাগ বাস্কেটবল কমলা কালারের হয়ে থাকে।
খেলার সময়
বাস্কেটবল খেলার জন্য নির্ধারিত সময় আছে, মোট ৪০ মিনিট সময়। এ সময়ের মধ্যে চারটি সেশনে বাস্কেটবল খেলা হয়ে থাকে। ১০ মিনিট করে একেকটা সেশন। একেক সেশন পরে কিছু সময় বিরতি নিয়ে আবার পরবর্তী সেশন শুরু করতে হয়।
পয়েন্ট অর্জন
বাস্কেটবল খেলাটা পয়েন্ট বা স্কোরের ভিত্তিতে খেলা হয়ে থাকে। প্রতিটি গোলের জন্য দলকে পয়েন্ট দেওয়া হয়। সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করা দল বিজয়ী হয়।
পয়েন্ট এর নিয়ম
বাস্কেটবল খেলার পয়েন্ট এর মজার কিছু নিয়ম রয়েছে; যদি কোর্টের মাঝখানে থাকা দাগের বাহিরে থেকে পয়েন্ট হয়, তাহলে তিন পয়েন্ট দেওয়া হয়। দাগের ভেতরে থেকে পয়েন্ট হলে দুই পয়েন্ট এবং যদি সাধারণ থ্রো হয় তাহলে এক পয়েন্ট।
৩ সেকেন্ড সময়
তিন সেকেন্ড সময় এই নিয়মটা অনেকেই জানেনা! আসলে বাস্কেটবল খেলায় প্লেয়াররা বল হাতে নিয়ে দৌড়ায়, সেই সময়ে একজন খেলোয়াড় ৩ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখতে পারবে না। বেশি সময় বল হাতে রাখলে তা ফাউল হবে, এবং প্রতিপক্ষ দল পয়েন্ট পেয়ে যাবে। তবে যদি নিজেদের সংরক্ষিত জায়গার মধ্যে বল নিয়ে তিন সেকেন্ডের বেশি সময় রাখে, তাহলে সমস্যা হবে না।
৫ সেকেন্ড সময়
৫ সেকেন্ড সময়, এই নিয়মটা হলো; বলা কোর্টের বাহিরে যাওয়ার ফলে যে থ্রো হয়, সেই থ্রো টা পাঁচ সেকেন্ড সময়ের মধ্যেই করতে হবে। নতুনবা ফাউলটা প্রতিপক্ষ দল পেয়ে যাবে।
ফাউল বা শাস্তি
বাস্কেটবল খেলায় অন্যান্য খেলার মতো ফাউল আছে। এবং ফাউল করার জন্য প্লেয়ারকে শাস্তির আওতায় আসতে হয়। যদি প্রতিপক্ষ প্লেয়ারকে ইচ্ছে করে বল ধরতে বাঁধা দেয়, ধাক্কা দেয় এমনকি শট নিতে বিরক্ত করে তাহলে সেটা ফাউল হবে। এবং কোনো প্লেয়ার যদি পরপর ৫ বার ফাউল করে তাহলে তাকে লাল কার্ড দিয়ে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হয়।
২৪ সেকেন্ড সময়
বাস্কেটবল খেলার ব্যাপারে যারা জানেন, তারা ২৪ সেকেন্ড নিয়ম সম্পর্কে জেনে থাকবেন। এই নিয়মটা হলো; দলীয়ভাবে প্রতিটা দল বলকে নিজেদের কোর্টের মধ্যে ঘোরানো ফিরানোর জন্য সর্বোচ্চ ২৪ সেকেন্ড সময় পেয়ে থাকে।

কোর্টের মাপ
নিজেদের ইচ্ছে মতো কোর্ট কেটে বাস্কেটবল খেলা যায় না! বাস্কেটবল খেলার কোর্টের ও আন্তর্জাতিক একটা মাপ রয়েছে। খেলার জন্য নির্ধারিত সঠিক নিয়মে কোর্ট থাকা আবশ্যক। বাস্কেটবল খেলার জন্য কোর্টের সঠিক মাপ হলো;
২৮ মিটার লম্বা এবং ১৫ মিটার প্রস্থ বিশিষ্ট একটি কোর্ট থাকতে হবে। কোর্টটি আয়তকার আকারে কাটতে হয়। এবং কোর্টকে দুইভাগে ভাগ করে একদম মাঝখান বা সেন্টারে একটি সার্কেল করে রাখতে হয়।
বাস্কেটবল খেলা সম্পর্কে অজানা তথ্য
- ১৮৮১ সালে আমেরিকার একজন বিজ্ঞানী ড. জেমস নেইসমিথ এর গবেষণায় বাস্কেটবল খেলার সূচনা হয়। প্রথমদিকে একেক দলে ১১ জন করে প্লেয়ার নিয়ে খেলা হতো, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক নিয়ম চালু করার সময়ে ১১ জনের নিয়ম বাদ দিয়ে প্রতিটি দলে ৫ জন করে প্লেয়ার নিয়ে খেলার নিয়ম চালু করা হয়। দলীয় পাঁচজন প্লেয়ারদের দৌড়ানোর ক্ষমতা এবং প্রচুর শক্তি থাকার পাশাপাশি আরো কিছু কৌশল জানা থাকতে হয়। সেগুলো হল; ড্রিবলিং করতে পারা। বাস্কেটবল সুন্দরভাবে নিজের দলের প্লেয়ারের কাছে পাস করা। সুন্দরভাবে দাড়াবার কৌশল। দলীয় প্লেয়ারের দেওয়া বলটা সুন্দর মতো ধরার ক্ষমতা। প্রতিপক্ষ প্লেয়ারদেরকে কৌশলে প্যাচে ফেলে বল নিয়ে নেওয়া।
- আমরা মনে করি বাস্কেটবল শুধুমাত্র নরমালভাবে খেলা হয়ে থাকে। কিন্তু অজানা বিষয় হলো প্রতি বছর বাস্কেটবল খেলার বিরাট প্রতিযোগিতা হয়ে থাকে! এমনকি বাস্কেটবল বিশ্বকাপ ও অনুষ্ঠিত হয়, যারা আমাদের সকলেরই অজানা।
- অনেকে মনে করে কোনো রকম সেফটি নেই বাস্কেটবল খেলায়। তবে আমাদের অজানা বিষয় হলো; আধুনিক বাস্কেটবল খেলার সময়ে প্লেয়াররা গার্ড বা হেলমেট এবং সকল ধরনের সেফটি ব্যবহার করে খেলতে নামেন। এসব সেফটি ব্যবহারের ফলে প্লেয়ারদের সুরক্ষা নিশ্চিত হয়।
প্রত্যেকটা খেলার জন্য সময় নির্ধারণ থাকার মতো, বাস্কেটবল খেলার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারিত আছে। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন কর্তৃক নির্ধারিত সময় হলো; ৪০ মিনিট। ১০ মিনিট করে চারটি সেশনে মোট ৪০ মিনিট বাস্কেটবল খেলা হয়ে থাকে।
আরো পড়ুন: দাবা খেলার গুটির নাম: নিয়ম, ইতিহাস এবং দাবার কয়েকটি গোপন চাল
তো এই ছিলো বাস্কেটবল খেলার সঠিক নিয়ম: কোর্টের মাপ এবং খেলা সম্পর্কে অজানা তথ্য বিষয়ে বিষদ আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “বাস্কেটবল খেলার সঠিক নিয়ম: কোর্টের মাপ এবং খেলা সম্পর্কে অজানা তথ্য”