মোহাম্মদ সালাহ পরিসংখ্যান, কোন দেশের প্লেয়ার এবং ফুটবল দুনিয়ায় তাঁর সকল রেকর্ড

আপনাকে যদি প্রশ্ন করা হয়ে থাকে ‘মেসি নাকি রোনালদো’ ফুটবল বিশ্বে কে সেরা? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে কোনো বেগ পেতে হবে না! কারণ এ দুই মহাতারকা ফুটবল বিশ্বে সেরাদের সেরা। কিন্তু মেসি-রোনালদোর সময়ে এসেও কোন ফুটবল প্লেয়ার যে তাদের মতোই জনপ্রিয় এবং সেরা হয়ে উঠতে পারেন তা হয়তো মিশরীয় ফুটবলের রাজাকে না দেখলে বুঝতেই পারতাম না! হ্যাঁ, আমি কথা বলছি ফুটবলার মোহাম্মদ সালাহ কে নিয়ে। আজকের আর্টিকেলে মোহাম্মদ সালাহ পরিসংখ্যান, কোন দেশের প্লেয়ার এবং ফুটবল দুনিয়ায় তাঁর সকল রেকর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

মোহাম্মদ সালাহ: ফুটবল ইতিহাসের এক দুঃসাহসী এবং মিশরীয় ফুটবলের রাজা

ফুটবল বিশ্বকে নিজের জাত চিনিয়েছে মোহাম্মদ সালাহ। ফুটবল বিশ্ব যখন মেসি এবং রোনালদোময়, ঠিক সেই সময়েই নিজের প্রতিভা, খেলার স্টাইল এবং বিচক্ষণতা দেখিয়ে নজর কেড়েছেন পুরো বিশ্বের। দেশ এবং দেশের বাহিরে বিপুল সংখ্যক ফ্যান ফ্লোয়ার বানিয়েছেন মোহাম্মদ সালাহ১৯৯২ সালের ১৫ ই জুন মিশরের নেগ্রীগ শহরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সালাহ। তার পুরো নাম মোহাম্মদ আল সালাহ হামেদ মাহরুজ গালি।

ছোট বেলা থেকেই ফুটবলের নেশা মোহাম্মদ সালাহ কে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। মিশরের একটি স্থানীয় ক্লাব নাম; বাসেলবাসেল ক্লাবের হয়ে ফুটবলের হাতেখড়ি শুরু হয় মোহাম্মদ সালাহ’র। পরবর্তীতে জাতীয় এবং বড় বড় জনপ্রিয় সব ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরেছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় ক্লাবের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লীগের শক্তিশালী ক্লাব লিভারপুলের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছে মিশরীয় ফুটবলের জাদুকর মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ ক্লাব পরিসংখ্যান

প্রথম জীবনে মিশরীয় ক্লাব ’বাসেল’ ক্লাব থেকে সূচনা হয়ে মাঝখানে অনেক বড় এবং জনপ্রিয় সব ক্লাবের হয়ে খেলেছেন মোহাম্মদ সালাহপেশাদার ফুটবলার হিসেবে মোহাম্মদ সালাহ সর্বপ্রথম তার ফুটবল জীবন শুরু করেন এল মাকাউলুন ক্লাবের হয়ে। তার খেলার কাছে হার মানতো ক্লাবের অন্য সকল খেলোয়াড়রা। দূরন্ত এই ফুটবলারকে দেখে মুগ্ধ হতো ক্লাবের সকল কর্মকর্তারা। কোনো এক সমস্যায় এল মাকাউলুন ক্লাবটি বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তীতে সুইজারল্যান্ডের জনপ্রিয় ক্লাব বাসেল ক্লাবে যোগ দেন মোহাম্মদ সালাহ। অল্প সময়ের মধ্যে সেখানেও নিজের জাত চেনাতে ভুল করেননি এই মিশরীয় ফুটবলার।

বাসেল ক্লাবের সাথে দুই বছরের চুক্তি শেষে ২০১৪ সালে ইংলিশ ক্লাব চেলসি ক্লাবে যোগ দেন মোহাম্মদ সালাহ। চেলসিতে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাননি মোহাম্মদ সালাহ। অন্যান্য ক্লাবের হয়ে খেলার জন্য চেলসিতে খুব একটা খেলার সুযোগ ও মেলেনি মোহাম্মদ সালাহর। চেলসিতে থাকাকালীন ফিওরেন্তিনা এবং রোমা ক্লাবের হয়ে অনধিকারী ফুটবলার হয়ে খেলতো হতো মোহাম্মদ সালাহকে।

চেলসিতে চুক্তি শেষে তার খেলার স্টাইল দেখে রোমা ক্লাব ২০১৬ সালে নিজেদের ক্লাবে চুক্তিবদ্ধ করে নেন মোহাম্মদ সালাহকে। ইতালীয়ান এই ক্লাবে যোগ দেওয়ার পরে মোহাম্মদ সালাহ যেনো আকাশ ছুঁয়ে ফেলেছেন! নিজের ক্যারিয়ার নিয়ে গিয়েছেন এক নতুন উচ্চতায়। রোমায় খেলতে খেলতে মোহাম্মদ সালাহ তার গোল পরিসংখ্যান বা গড় অনেকটাই বাড়িয়ে ফেলেন। সর্বশেষ বর্তমানে ইংলিশ ক্লাব লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন মোহাম্মদ সালাহ

ক্লাবের নামমোট ম্যাচমোট গোল
বাসেল৭৯২০
চেলসি১৯০২
এল মাকাউলুন৪৫১২
ফিওরেন্তিনা (ধারে)২৬০৯
রোমা৮৩৩৪
লিভারপুল৩৮৩২৩৭
সর্বশেষ আপডেট: ০৭/০২/২০২৫

মোহাম্মদ সালাহ জাতীয় দল পরিসংখ্যান

২০১১ সালে মিশর জাতীয় দলে ডাক পান মোহাম্মদ সালাহ। অভিষেক ম্যাচেই বাজিমাত করে দেন মোহাম্মদ সালাহ। তার উপস্থিতিতে মিশরের ফুটবল দল উন্নত হতে শুরু করে। খেলার মান, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দেখে মিশরের ফুটবল ফেডারেশন তাকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেন। ২০১৮ সালের বিশ্বকাপে নিজ দেশ হয়ে প্রথম প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ সালাহ। যদিও সেই বিশ্বকাপে মিশর খুব একটা সফল জতে পারেনি! কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সেবার জন্য দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মোহাম্মদ সালাহ

দেশমোট ম্যাচমোট গোল
মিশর (মুল দল)১০১৫৮
মিশর U19০৪০৩
মিশর 20১১০৩
মিশর U23১১০৪
সর্বশেষ আপডেট: ০৭/০২/২০২৫

মোহাম্মদ সালাহ কোন দেশের প্লেয়ার

উপরে মোহাম্মদ সালাহ সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হলো; এই আলোচনার ভিত্তিতে আশা করি মোহাম্মদ সালাহ কোন দেশের প্লেয়ার তা আপনারা জেনে গিয়েছেন। তারপর ও যদি বলতে হয় তাহলে বলি; মোহাম্মদ সালাহ মিশর জাতীয় দলের একজন আইকনিক প্লেয়ার। জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন এই প্লেয়ার। জাতীয় দলের পাশাপাশি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে জনপ্রিয় ক্লাব লিভারপুলের হয়ে খেলে থাকেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের বর্তমানের শ্রেষ্ঠ খেলোয়াড় মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ পরিসংখ্যান, কোন দেশের প্লেয়ার এবং ফুটবল দুনিয়ায় তাঁর সকল রেকর্ড
পরিবারের সাথে মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ: রেকর্ড এবং অর্জনসমূহ

শুধু যে রেকর্ড থাকলেই ভালো প্লেয়ার হয়ে যাবে ব্যাপারটা এমন না! অনেক সময় ভালো পারফরম্যান্স এবং দলের জন্য বড় ভূমিকা রেখেও লোকচক্ষুর আড়ালে থেকে যান কেউ কেউ। তবে মোহাম্মদ সালাহ এর রেকর্ড ও কোনো অংশে কম না! খুব অল্প সময়ের মধ্যে ফুটবল বিশ্বের মানুষের কাছে প্রিয় এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। মোহাম্মদ সালাহ এর উল্লেখযোগ্য রেকর্ড এবং অর্জন সমূহ:

  • ২ বার আফ্রিকান ফুটবলার অফ দ্যা ইয়ার
  • ২ বার ফুটবল অফ দ্যা ইয়ার
  • ১ বার ফিফা পুস্কাস এওয়ার্ড
  • ৪ বার টপ গোল স্কোরার
  • ২ বার প্লেয়ার অফ দ্যা ইয়ার
  • ১ বার টিএম প্লেয়ার অফ দ্যা সিজন
  • ১ বার চ্যাম্পিয়ন লীগ বিজয়ী
  • ১ বার ফিফা ক্লাব ওয়ার্ড কাপ বিজয়ী
  • ১ বার ইংলিশ চ্যাম্পিয়ন
  • ১ বার UEFA সুপার কাপ বিজয়ী
  • ১ বার ইংলিশ কাপ বিজয়ী
  • ৩ বার ইংলিশ লীগ কাপ বিজয়ী
  • ১ বার ইংলিশ সুপার কাপ বিজয়ী
  • ২ বার SWISS বিজয়ী
  • প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৩২ গোল)।
  • লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা
মোহাম্মদ সালাহ উচ্চতা কত?

অনেকেই তার প্রিয় প্লেয়ার মোহাম্মদ সালাহ উচ্চতা সম্পর্কে জানেনা! মোহাম্মদ সালাহ উচ্চতা ১.৭৫ মিটার।

মোহাম্মদ সালাহ মার্কেট ভ্যালু কত?

বর্তমানে মোহাম্মদ সালাহ মার্কেট ভ্যালু হলো €55.00m ইউরো

আরো পড়ুন: বাংলাদেশ ফুটবল রেংকিং ২০২৫: এবং ফিফা রেংকিং সর্বশেষ আপডেট তথ্য

তো এই ছিলো মোহাম্মদ সালাহ পরিসংখ্যান, কোন দেশের প্লেয়ার এবং ফুটবল দুনিয়ায় তাঁর সকল রেকর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

1 thought on “মোহাম্মদ সালাহ পরিসংখ্যান, কোন দেশের প্লেয়ার এবং ফুটবল দুনিয়ায় তাঁর সকল রেকর্ড”

Leave a Comment