লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানুন

বর্তমান সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। শুধুমাত্র আর্জেন্টিনা ই নয়, বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবেও সর্বস্বীকৃত লিওনেল মেসি। কেউ কেউ লিওনেল মেসিকে ফুটবলের জাদুকর ও বলে থাকেন। তিনি বল পায়ে মনোমুগ্ধকর সব খেলা উপহার দিয়ে থাকেন ফুটবল বিশ্বকে। অতি ভদ্র একজন খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি বেশ অন্যতম। আজকের আর্টিকেলে লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা, ফুটবল পরিসংখ্যান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

লিওনেল মেসি

লিওনেল মেসির পুরো নাম- লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনি। ১৯৮৭ সালের ২৪ শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। তিনি দুই দেশের নাগরিক, আর্জেন্টিনা এবং স্পেন। মেসির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

আর্জেন্টিনায় বেড়ে ওঠা মেসি ২০০৫ সালের ১৭ই আগস্ট, হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মেসি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ ব্যবধানের জয়ে ম্যাচ জেতে এবং ওই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়। পরের বছরের ১ মার্চে আর্জেন্টিনার হয়ে তার ষষ্ঠ খেলায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন। এবং ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর থেকে ফুটবল ইতিহাসে নিজেকে নিয়ে গিয়েছেন এক অন্যন্য উচ্চতায়।

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গোল সংখ্যা

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম সেরা একজন আইকনিক প্লেয়ার। বিশ্ব দরবারে আর্জেন্টিনাকে হিমালয়ের মতো উচ্চতায় পৌঁছিয়েছে লিওনেল মেসি। নিজ দেশের হয়ে খেলেছেন অসংখ্য ম্যাচ। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করে ২বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন এই জাদুকর। একবার বিশ্বকাপ ও জয় করেছেন এই আর্জেন্টাইন তারকা।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন লিওনেল মেসি। এখন অবধি আর্জেন্টিনার হয়ে সর্বমোট ২১০ টি ম্যাচ খেলে ১২৫ টি গোল দিয়েছেন লিওনেল মেসি। চলুন নিম্নে বিস্তারিত জেনে আসি..

বছরসর্বমোট ম্যাচ সংখ্যাসর্বমোট গোল সংখ্যা
২০০৫০৫
২০০৬০৭০২
২০০৭১৪০৬
২০০৮০৭০২
২০০৯১০০৩
২০১০১০০২
২০১১১৩০৪
২০১২০৯১২
২০১৩০৭০৬
২০১৪১৪০৮
২০১৫০৮০৪
২০১৬১১০৮
২০১৭০৭০৪
২০১৮০৫০৪
২০১৯১০০৫
২০২০০৪০১
২০২১১৬০৯
২০২২১২১৬
২০২৩০৬০৭
২০২৪৩০১৯
২০২৫ (চলমান)০৫০৩
সর্বমোট২১০১২৫
সর্বশেষ আপডেট: ১৩/০৩/২০২৫

বার্সোলোনার হয়ে লিওনেল মেসির গোল সংখ্যা

মাত্র ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোন ধরা পড়ে। এমন রোগের চিকিৎসার জন্য বিপুল অর্থ সংগ্রহ করা মেসির পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তখন স্পেনের স্বনামধন্য ক্লাব বার্সোলোনা লিওনেল মেসির চিকিৎসা খরচসহ যাবতীয় দেখভালের চুক্তি করে মেসিকে বার্সোলোনার অন্তর্ভুক্ত করে নেন। মেসির সেই ছোট্ট কিশোর বয়সের ক্লাব বার্সোলোনা। অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই ক্লাব ঘিরে।

বার্সোলোনার হয়ে ২০০৪-০৫ মৌসুমে অভিষেক হয় লিওনেল মেসির। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর বার্সোলোনার হয়ে ফুটবল খেলেন লিওনেল মেসি। এই ১৭ বছরে সর্বমোট ৭৭৮ টি ম্যাচ খেলে ৬৭২ টি গোল করেছেন লিওনেল মেসি। চলুন নিম্নে বিস্তারিত জেনে আসি..

বছরসর্বমোট ম্যাচ সংখ্যাসর্বমোট গোল সংখ্যা
২০০৪/০৫০৯০১
২০০৫/০৬২৫০৮
২০০৬/০৭৩৬১৭
২০০৭/০৮৪০১৬
২০০৮/০৯৫১৩৮
২০০৯/১০৫৩৪৭
২০১০/১১৫৫৫৩
২০১১/১২৬০৭৩
২০১২/১৩৫০৬০
২০১৩/১৪৪৬৪১
২০১৪/১৫৫৭৫৮
২০১৫/১৬৪৯৪১
২০১৬/১৭৫২৫৪
২০১৭/১৮৫৪৪৫
২০১৮/১৯৫০৫১
২০১৯/২০৪৪৩১
২০২০/২১৪৭৩৮
সর্বমোট৭৭৮৬৭২
সর্বশেষ আপডেট: ১৩/০৩/২০২৫
লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা
লিওনেল মেসি

পিএসজি এর হয়ে লিওনেল মেসির গোল সংখ্যা

ক্যারিয়ারের একদম দারুণ ফর্মে থাকাকালীন সময়ে দীর্ঘদিনের পরিচিত ক্লাব বার্সার সাথে চুক্তি শেষ করে নতুনভাবে ফ্রান্সের জনপ্রিয় ক্লাব পিএসজি এর সাথে চুক্তিবদ্ধ হোন লিওনেল মেসি।

পিএসজির হয়ে লিওনেল মেসি সর্বমোট ৭৫ টি ম্যাচ খেলে ৩২ টি গোল করেছেন। চলুন নিম্নে বিস্তারিত জেনে আসি..

বছরসর্বমোট ম্যাচ সংখ্যাসর্বমোট গোল সংখ্যা
২০২১/২২২৬১১
২০২২/২৩৪১২১
সর্বমোট৬৭৩২
সর্বশেষ আপডেট: ১৩/০৩/২০২৫

ইন্টার মায়ামি এর হয়ে লিওনেল মেসির গোল সংখ্যা

বর্তমানে লিওনেল মেসি ইন্টার মায়ামি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে খেলে যাচ্ছেন। একটা সময়ে ইন্টার মায়ামিকে তেমন কেউ চিনতো না। কিন্তু মেসি আসার পরে জাতীয় দলের থেকেও বেশি পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়েছে এই ক্লাবটি।

ইন্টার মায়ামির হয়ে তিনি এখন অবধি ৩৩ টি ম্যাচ খেলে ২৮ টি গোল করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। চলুন নিম্নে বিস্তারিত জেনে আসি..

সর্বমোট ম্যাচ সংখ্যাসর্বমোট গোল সংখ্যা
৪২৩৬
সর্বশেষ আপডেট: ১৩/০৩/২০২৫

ফুটবলের জাদুকর লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসি সর্বোচ্চ গোলের মালিক। শুধুমাত্র আর্জেন্টিনা নয়, পর্তুগীজ তারকা রোনালদোর পরে লিওনেল মেসি বর্তমানে পুরো ফুটবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোলদাতা। চমৎকার সব এসিস্ট এবং অবিশ্বাস্য সব গোল দেওয়ার জন্য লিওনেল মেসিকে অনেকেই ভিন্ন গ্রহের মানুষ মনে করেন। আর্জেন্টাইন সাপোর্টার বাদেও সকল ফুটবল প্রেমিরা লিওনেল মেসিকে অত্যাধিক পছন্দ করে থাকেন।

লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা কত? লিওনেল মেসি জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে সর্বমোট কতটি গোল করেছে তার সঠিক হিসাব নিম্নে তুলে ধরা হলো..

দলের নামসর্বমোট ম্যাচ সংখ্যাসর্বমোট গোল সংখ্যা
আর্জেন্টিনা জাতীয় দল২১০১২৫
বার্সোলোনা৭৭৮৬৭২
পিএসজি৬৭৩২
ইন্টার মায়ামি৪২৩৬
সর্বমোট১০৯৭৮৬৫
সর্বশেষ আপডেট: ১৩/০৩/২০২৫

লিওনেল মেসির রেকর্ড

ফুটবলের এই জাদুকরের পায়ের জাদুর স্বাক্ষী পুরো ফুটবল বিশ্ব। খেলার নৈপূন্য দিয়ে যেমন নিজের বেশ বড়সড় একটা ফ্যানবেজ তৈরি করেছেন, তেমনিভাবে অর্জন করেছেন বড় বড় সব রেকর্ড। চলুন সংক্ষিপ্তভাবে তার অর্জন সম্পর্কে জেনে আসি..

  • ফিফা ওয়ার্ল্ডকাপে ৪ বার সেরা খেলোয়াড়।
  • ৮ বার ব্যালন ডি আর বিজয়ী।
  • উয়েফা ইউরোপের ৩ বার সেরা খেলোয়াড়।
  • ৬ বার গোল্ডেন বুট জিতেছেন।
  • ২৩ বার সর্বোচ্চ গোলদাতা বিজয়ী।
  • ৯ বার বর্ষসেরা ফুটবল খেলোয়াড়।
  • প্লেয়ার অফ দ্যা সিজন ৪ বার।
  • ১ বার ফুটবল বিশ্বকাপ বিজয়ী।
  • ৪বার চ্যাম্পিয়ন লীগ বিজয়ী।
  • ৩ বার ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী।
  • ১০ বার স্প্যানিশ চ্যাম্পিয়ন।
  • ২ বার ফরাসি চ্যাম্পিয়ন।
  • ৩ বার উয়েফা সুপার কাপ বিজয়ী।
  • ৭ বার স্প্যানিশ কাপ বিজয়ী।
  • ৮ বার স্প্যানিশ সুপার কাপ বিজয়ী।
  • ১ বার লীগ কাপ বিজয়ী।
  • ১ বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
  • ১ বার CONMEBOL-UEFA কাপ বিজয়ী।
  • ১ বার ফরাসি সুপার কাপ বিজয়ী।
  • ১ বার অলিম্পিক পদক বিজয়ী।

ফুটবলের জাদুকর লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্যবহুল আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।

মেসি কয়টি বিশ্বকাপ খেলেছে?

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। ২০০৬ সাল থেকে শুরু করার পর ২০২২ সাল পর্যন্ত সর্বমোট পাঁচটা বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

2 thoughts on “লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানুন”

Leave a Comment