ক্রীড়া অঙ্গনের মধ্যে আনন্দদায়ক একটি খেলার নাম হকি। হকি খেলাকে একসময়ে মানুষ শুধুমাত্র শরীর চর্চা হিসেবে ধরলেও বর্তমানে মাঠ পর্যায়ের খেলাগুলোর মধ্যে জনপ্রিয়তার ৩য় স্থানে রয়েছে হকি। দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে, হকি খেলার বড় বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এত কিছুর পরেও অনেকেই হকি খেলা সম্পর্কে তেমন জানেনা! এজন্য তাদের কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে হকি কোন ধরনের খেলা: খেলার নিয়ম, সময় এবং উৎপত্তি নিয়ে অজানা তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
হকি কোন ধরনের খেলা
আসলে কি খেলার নাম শুনলে অনেকের মনেই প্রশ্ন জেগে ওঠে, হকি কোন ধরনের খেলা? এটার উত্তর হলো হকি উত্তেজনাপূ্রণ একটি ঐতিহ্যবাহী খেলা। আসলে হকি খেলাটা খেলোয়াড়দের দক্ষতা এবং কৌশলের ভিত্তিতে খেলা হয়ে থাকে এ হিসেবে খেলার মাঠে হকি বিরাট জমজমাট পরিবেশ সৃষ্টি করে।
হকি খেলার উৎপত্তি বা অজানা ইতিহাস
ধারণা করা হয় আজ থেকে প্রায় শতবছর পূর্বে গ্রিসে হকি খেলার উৎপত্তি হয়, কিন্তু গ্রিসের হকি খেলাটা মানুষ সমাজে খুব একটা পরিচিতি পায়নি। আধুনিক হকি খেলার বিকাশ ঘটে ১৯ শতকের দিকে। গ্রিসের এই হকি খেলা দেখে ১৯ শতকে ইংল্যান্ড হকি খেলাকে নতুনভাবে, নতুন নিয়মে বিশ্ব দরবারে উপস্থাপন করে। সে হিসেবে বলা হয়ে থাকে, গ্রিসে হকি খেলার সূচনা হলেও তা পূর্ণতা পেয়েছে ইংল্যান্ডে।
ইংল্যান্ড হকি খেলাকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার কয়েক বছর পর ১৯০৮ সালে হকি খেলা অলিম্পিক গেমস এট অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে হকি খেলার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বেড়ে যায়। এবং বর্তমানে মাঠের খেলায় জনপ্রিয়তার তৃতীয় স্থানে রয়েছে হকি খেলা। প্রথম দিকে শুধুমাত্র মাঠের মধ্যে খেলা হলেও, পরবর্তীতে বরফের উপর খেলে আইস হকি এবং আটকা জায়গায় খেলে ইনডোর হকিগুলো বর্তমানে বেশ জনপ্রিয়।
হকি খেলার নিয়ম
হকি খেলার নিয়ম বলার আগে বলে নিতে চাই, হকি মুলত চারভাবে খেলা হয়ে থাকে। সেগুলো হলো;
- ফিল্ড হকি
- আইস হকি
- ইনডোর হকি
- রোলার হকি
দলীয়ভাবে খেলতে হয় হকি। দুইটা টিম বানিয়ে দু’দলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার খেলা হয়ে থাকে হকি। হকি খেলাটা অনেকটা ফুটবল খেলার মতোই, অর্থাৎ মাঠের দুই প্রান্তে দুইটা গোলপোস্ট দিয়ে গোল দেওয়ার জন্য দুই দলের মধ্যে লড়াই চলে তুমুলভাবে। তবে হকি পা দিয়ে খেলা যায় না, হকি খেলতে হয় ব্যাট দিয়ে। ব্যাট ছাড়া শরীরের কোনো অংশের সাথে হকির বল লাগলে সেটা ফাউল হিসেবে গন্য হবে। হকি খেলাটা ৭০ মিনিটের হয়ে থাকে। ৩৫ মিনিট করে দুইটা সেশনে হকি খেলাটা পরিচালিত হয়। তবে বর্তমানে ৪টি সেশনে হয়ে থাকে।
গোলকিপার ব্যাট এবং হাত উভয়ই দিয়ে বল ঠেকাতে পারে। তবে কখনো গোল কিপার ভুল করলে তা ডিরেক্ট পেনাল্টি হয়ে যাবে। হকি খেলায় পেনাল্টি শুট আউট করার মাধ্যম হলো: গোল পোস্টের ৭ গজ দূর থেকে গোল কিপারকে কাটিয়ে বল গোলের মধ্যে প্রবেশ করাতে হয়। খেলা চলাকালীন প্রতিপক্ষের থেকে বল কেঁড়ে নেওয়ার সময়ে ব্যাট দিয়ে মাটিতে আঘাত করে তারপর বল কাড়তো হয়। ডিরেক্ট বল কাড়া যায় না! প্লেয়াররা কখনো ফাউল করলে আম্পায়ার সেটা ফ্রী কিকের মাধ্যমে সমাধান করে থাকেন।
হকি খেলার সময়সীমা এবং হকি সম্পর্কে আরো কিছু বিষয়
হকি খেলাটা ৭০ মিনিটের হয়ে থাকে। প্রথম দিকে দুইটি সেশনে এই খেলাটি সম্পন্ন করা হতো। কিন্তু বর্তমানে চারটি সেশনে এই খেলা সম্পন্ন করা হয়।
অনেকেই হয়তো জানেন না যে, কতটুকু ওজনের বল দিয়ে হকি খেলা হয়ে থাকে। হকি বলের ওজন ১৫০ থেকে ১৬৫ গ্রামের হতে হয়। দেখতে বলটা তুলনামূলক খুবই ছোট হয়, এবং বলের রঙ হয় সাদা। এবং ফিল্ড হকির ক্ষেত্রে হকি খেলার মাঠটি ৯১.৪ মিটার লম্বা এবং ৫৫ মিটার চওড়া হবে। গোল পোস্টটি ৭ ফুট উচু এবং দুই পিলারের মধ্যে ৪ গজ মত দূরত্ব রাখতে হয়।
হকি খেলার অজানা তথ্য
হকি খেলা সম্পর্কে বিপুল পরিমাণ অজানা তথ্য রয়েছে। এসব তথ্যের অল্প কিছু ও হয়তো আমরা জানিনা! তবে এই অধ্যায়ে হকি খেলার অজানা তথ্য সম্পর্কে কয়েকটি পয়েন্ট উল্লেখ করছি।

- পৃথিবীর সবচেয়ে পুরাতন বা প্রাচীন দলীয়ভাবে খেলা হলো হকি খেলা। হকি খেলার আগে কোনো খেলা দলীয়ভাবে খেলা হয়নি।
- হকি খেলার মধ্যে একটি শাখা হলো ফিল্ড হকি। বিশ্বে এই ফিল্ড হকি একটি মাত্র খেলা যে খেলাটা শুধুমাত্র পুরুষরা খেলে থাকে, এই খেলাটা এখন অবধি কোনো নারী খেলেনি! ফিল্ড হকি বাদে অন্য সব খেলাগুলো বর্তমানে নারীরা খেলে থাকে।
- বিশ্বের কোনো দেশে শীতকালীন খেলা আলাদাভাবে খেলা হয় না। সব খেলাগুলোই সারা বছরই কমবেশি খেলা হয়। কিন্তু শুধুমাত্র কানাডায় শীতকালীন খেলা হিসেবে আইস হকি খেলার প্রচলন রয়েছে।
- ক্রিকেট, ফুটবল বা অন্য যে খেলাগুলো বলের মাধ্যমে খেলা হয়ে থাকে, তার মধ্যে এমন কোনো খেলা নেই যে বলটি প্রচুর গতিবেগে যায়, শুধুমাত্র হকি বলের গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে চলে।
- হকি খেলে, ১৯২৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত এখন অবধি আটটি স্বর্ণপদক জয় করেছে ইন্ডিয়া। এমন ইতিহাস বা সাফল্য আর কোনো দেশ পায়নি।
কয়েকটি প্রশ্নোত্তর
অনেকেই মনে করে, হকি ইউরোপ বা অন্য কোনো দেশের জাতীয় খেলা হবে হয়তো। কিন্তু সঠিক তথ্য হলো; ইন্ডিয়ার জাতীয় খেলা হকি। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। অনেকেই মনে করে, শচীন ডেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনি এবং বাঘা বাঘা সব খেলোয়াড়দের জন্মস্থান যেখানে, সেই দেশের জাতীয় খেলা ক্রিকেট বাদে আর কি হতে পারে! তবে শুধুমাত্র এটা আমাদের ধারণা। ইন্ডিয়ার জাতীয় খেলা ক্রিকেট নয়! ইন্ডিয়ার জাতীয় খেলা ‘হকি’।
ফুটবলের মতো হকি খেলাতেও পেনাল্টি শুট আউট সিস্টেম রয়েছে। মাত্রাতিরিক্ত ফাউল করে ফেললে আম্পায়ারের নির্দেশে সেটা পেনাল্টি রুপ নিলে পেনাল্টি মারার নিয়ম হলো; গোল পোস্ট থেকে ৭ গজ দূরে বল রেখে গোলকিপারকে এড়িয়ে বল মারতে হয়।
আরো পড়ুন: বাস্কেটবল খেলার সঠিক নিয়ম: কোর্টের মাপ এবং খেলা সম্পর্কে অজানা তথ্য
তো এই ছিলো হকি কোন ধরনের খেলা: খেলার নিয়ম, সময় এবং উৎপত্তি নিয়ে অজানা তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচানার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD