বর্তমান সময়ের উদীয়মান ফুটবল খেলোয়াড় তালিকা করা হলে ভিনিসিয়াস জুনিয়র এর নাম শীর্ষস্থানে থাকবে। ফুটবল বিশ্বের সর্বোচ্চ মার্কেট ভ্যালু ক্যারি করা পাঁচজন খেলোয়াড়দের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র একজন। ব্রাজিলিয়ান এই তারকার ফ্যান-ফ্লোয়ার ও রয়েছে প্রচুর। ফ্যান-ফ্লোয়াররা ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে অনেক সময় অনেক রকম তথ্য খোঁজাখুঁজি করে থাকে, কিন্তু সঠিক তথ্য পায় না! এজন্য আজকের আর্টিকেলে আমরা ভিনিসিয়াস জুনিয়র ধর্ম কি, বর্তমান মার্কেট ভ্যালু এবং গোল সংখ্যা কত তা সহ আরো অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
ভিনিসিয়াস জুনিয়র ধর্ম কি
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে কমবেশি আমরা সকলেই চিনি, তবে ব্রাজিলিয়ান এই ফুটবল খেলোয়াড় কোন ধর্মের অনুসারী তা হয়তো অনেকেরই অজানা! অনেকে ভিনিসিয়াস জুনিয়রকে খ্রিস্টান বা বৌদ্ধ মনে করলেও আমরা এতটুকুই জানতে পেরেছি যে, ভিনিসিয়াস জুনিয়র একজন রোমান ক্যাথলিক। তিনি রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী।
ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু
সর্বোচ্চ মার্কেট ভ্যালু কার? এই প্রশ্ন করা হলে অনেকেই বলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় মেসি! আবার কেউবা বলবে রোনালদো! কেউ কেউ তো আবার এমবাপ্পে, নেইমারের বলবে! অথচ সর্বোচ্চ মার্কেট ভ্যালু ক্যারি করা তিনজন খেলোয়াড়ের মধ্যেও মেসি, রোনালদো, নেইমার কিংবা এমবাপ্পে নেই!
ম্যানচেস্টার সিটির জনপ্রিয় স্ট্রাইকাট আর্লিং হল্যান্ড এর পরেই সর্বোচ্চ ২য় মার্কেট ভ্যালু ক্যারি করা ফুটবল খেলোয়াড়ের নাম ভিনিসিয়াস জুনিয়র। মাত্র চব্বিশ-পঁচিশ বছর বয়সেই €200.00m ইউরো তে বিক্রি হয়ে এই আসরের সর্বোচ্চ ২য় দামী খেলোয়াড়ের খাতায় নিজের নাম লিখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।
ভিনিসিয়াস জুনিয়র সর্বমোট গোল পরিসংখ্যান
ভিনিসিয়াস জুনিয়র ফুটবলের সাথে নিজেকে জড়িয়েছে এটা খুব বেশিদিন হয়নি। তবে এই অল্প সময়ে নিজের নামকে একটা ব্রান্ডিং করে ফেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। জাতীয় দলের হয়ে এখন অবধি সর্বমোট ৩৭ টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এবং ক্লাবের হয়ে ৩৬২ টি ম্যাচ খেলে ৮৯ টি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
দল | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল |
জাতীয় দল | ৩৭ | ০৫ |
ক্লাব | ৩৬২ | ৮৯ |
ব্রাজিলের জাতীয় দলের পাশাপাশি ব্রাজিলের অন্যান্য শাখার গোল পরিসংখ্যান
ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের মুল জাতীয় দলের পাশাপাশি U15, U17 দলের হয়েও খেলেছেন অনেক ম্যাচ। চলুন তাহলে ব্রাজিলের জাতীয় দলের পাশাপাশি ব্রাজিলের অন্যান্য শাখার গোল পরিসংখ্যান সম্পর্কে জেনে আসি..
দল | ম্যাচ | গোল |
ব্রাজিল | ৩৭ | ০৫ |
ব্রাজিল U20 | ০৪ | ০ |
ব্রাজিল U17 | ১৯ | ১৭ |
ব্রাজিল U15 | ০৬ | ০৬ |
ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ভিত্তিক গোল পরিসংখ্যান
জাতীয় দলের পাশাপাশি ক্লাবগুলোতেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। বর্তমানে সর্বোচ্চ ২য় মার্কেট ভ্যালু দামে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র। চলুন ক্লাব ভিত্তিক ভিনিসিয়াস জুনিয়রের গোল পরিসংখ্যান জেনে আসি।
ক্লাব | ম্যাচ | এসিস্ট | গোল |
রিয়াল মাদ্রিদ | ২৮৮ | ৯৭ | ৮৩ |
ফ্লামেঙ্গো | ৬৯ | ১৪ | ০৫ |
আর এম কাস্টিলা | ০৫ | ০৪ | ০১ |
ভিনিসিয়াস জুনিয়র ব্যক্তিগত তথ্য
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ভিনির পুরো নাম- ভিনিসিয়াস জোসে পাইক্সাও ডি অলিভেরা জুনিয়র। ২০০০ সালের, জুলাই ১২ তারিখে ব্রাজিলের সাও গনসালো শহরে জন্মগ্রহণ করেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র একজন পেশাদার ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়। বিশ্বের অন্যতম এই সেরা খেলোয়াড় তার গতি এবং ড্রিবলিং ক্ষমতার জন্য বেশি পরিচিত। বর্মানে বিশ্বের ২য় সেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।

জুলিয়া মাজালি নামে ভিনিসিয়াস জুনিয়রের সুন্দর একজন বান্ধবী ছিলো। ২০১৯ সালে ভিনিসিয়াস তার সেই বান্ধবী জুলিয়া মাজালির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জুলিয়া মাজালি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্চার। পরবর্তীতে তারা হয়তো দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তবে সে কথা তারা এখনো প্রকাশ করেনি!
ভিনিসিয়াস জুনিয়রের যতসব অর্জন বা রেকর্ড
বিশ্বের এত দামী খেলোয়াড়, অথচ তার কীর্তি সম্পর্কে যদি কিছু না বলি তাহলে হয়তো পরিপূর্ণ আর্টিকেল হবে না! এজন্য সংক্ষিপ্ত পরিসরে ভিনিসিয়াস জুনিয়রের অর্জন বা রেকর্ড সম্পর্কে কিছু আলোচনা করবো।
ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ব্যক্তিগতভাবে ছোট-বড় মিলিয়ে বেশ অনেক কীর্তি অর্জন করেছেন, তার মধ্যে ২০১৭ সালে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি শীর্ষ গোলদাতার জন্য ভিনিসিয়াস জুনিয়র অন্যতম। দলগতভাবে, ভিনিসিয়াস জুনিয়র এ পর্যন্ত ৫টি বড় বড় শিরোপা জয়লাভের কৃতিত্ব অর্জন করেছেন। যার মধ্যে ব্রাজিলের হয়ে মেজর ২টি শিরোপা এবং রিয়াল মাদ্রিদের হয়ে ৩টি মেজর শিরোপা জয়লাভ করেছেন। নিচে ভিনিসিয়াসের অর্জনগুলো তুলে ধরা হলো..
- ২ বার সর্বোচ্চ গোলদাতা বিজয়ী।
- ১ বার প্লেয়ার অফ দ্যা সিজন।
- ২ বার চ্যাম্পিয়ন লীগ বিজয়ী।
- ২ বার ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী।
- ৩ বার স্প্যানিশ চ্যাম্পিয়ন।
- ২ বার উয়েফা সুপার কাপ বিজয়ী।
- ১ বার স্প্যানিশ কাপ বিজয়ী।
- ৩ বার স্প্যানিশ সুপার কাপ বিজয়ী।
- ১ বার অনূর্ধ্ব-১৫ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বিজয়ী।
- ১ বার অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিশনশিপ বিজয়ী।
ভিনিসিয়াস জুনিয়র এর বর্তমান বয়স- মাত্র ২৪ বছর।
বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র এর বর্তমান বেতন একদম সর্বোচ্চ বেতন। €200.00m ইউরো।
আরো পড়ুন: ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য
তো এই ছিলো ভিনিসিয়াস জুনিয়র ধর্ম কি, বর্তমান মার্কেট ভ্যালু এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য সম্পর্কে তথ্যবহুল আলোচনা, আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “ভিনিসিয়াস জুনিয়র ধর্ম কি, বর্তমান মার্কেট ভ্যালু এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য”