আজকের আর্টিকেলে ক্রিকেটের এক নক্ষত্র কে নিয়ে আলোচনা করবো। সেই নক্ষত্র কে, তা হয়তো শিরোনাম দেখেই আপনারা বুঝে ফেলেছেন। হ্যাঁ, আজকে কথা বলবো ক্রিকেটের নক্ষত্র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে নিয়ে। দেশ এবং দেশের বাইরে হাজারো ফ্যান ফ্লোয়ার রয়েছে সাকিব আল হাসানের। আজকের আর্টিকেলে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারসহ তার সেঞ্চুরি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
সাকিব আল হাসান
বিশ্ব ইতিহাসে সাকিব আল হাসান ই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ও ডি আই, টি টোয়েন্টি এই তিন ফরম্যাটেই খেলোয়াড় সেরা রাঙ্কিংয়ে নাম্বার- ১ অলরাউন্ডারের খেতাব অর্জন করেছেন। ২০০৬ সালের আগস্ট মাসের ০৬ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অলরাউন্ডার সাকিব আল হাসানের।
সাকিব আল হাসান তার ব্যাটিং নৈপুণ্য দিয়ে পুরো বিশ্বের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। তবে সময় এখন সাকিবের উল্টোদিকে বয়ে বেড়াচ্ছে। এ কারণে ক্রিকেট অঙ্গন থেকে কিছুটা দূরে রয়েছে সাকিব আল হাসান! ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্যান ফ্লোয়ারদের সাকিবকে নিয়ে মাতামাতির শেষ নেই! সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান, রেকর্ড, এবং সেঞ্চুরি জানার ব্যাপারে ভক্তকুলের আগ্রহের শেষ নেই! বিভিন্ন ওয়েবসাইটে খোঁজাখুজি করেও সঠিক তথ্য না পেয়ে হতাশ হচ্ছে! সেই সব ফ্যান ফ্লোয়ারদের জন্য আজকের আর্টিকেলে সাকিব আল হাসানের মোট সেঞ্চুরি তালিকা, পরিসংখ্যানসহ সকল বিষয়ে আলোকপাত করবো।
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বমোট ৫ টি সেঞ্চুরি এবং ৩১ টি হাফসেঞ্চুরি করেছেন।
তারিখ | স্কোর | প্রতিপক্ষ | ভেন্যু |
১৫ ফেব্রুয়ারী, ২০১০ | ১০০ | নিউজল্যান্ড | স্যাডন পার্ক, হ্যামিলটোন |
১৭ ডিসেম্বর, ২০১১ | ১৪৪* | পাকিস্তান | শের-এ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা |
০৩ নভেম্বর, ২০১৪ | ১৩৭* | জিম্বাবুয়ে | শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা |
১২ জানুয়ারি, ২০১৭ | ২১৭ | নিউজল্যান্ড | বেসিন রিজার্ভ, ওয়েলিংটন |
১৫ মার্চ, ২০১৭ | ১১৬ | শ্রীলঙ্কা | পাইকিয়াসোতি স্টেডিয়াম, কলম্বো |
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৭১ |
ইনিংস | ১৩০ |
রান | ৪৬০৯ |
সর্বোচ্চ রান | ২১৭ |
স্ট্রাইক রেট | ৬১.৬৮ |
সেঞ্চুরি (১০০) | ০৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩১ |
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১২১ |
রান | ৭৮০৩ |
উইকেট | ২৪৬ |
ইকোনোমি | ২.৯৯ |
৪ উইকেট | ১০ |
৫ উইকেট | ১৯ |
১০ উইকেট | ০২ |
ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা
আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বমোট ৯ টি সেঞ্চুরি এবং ৫৬ টি হাফসেঞ্চুরি করেছেন।
তারিখ | স্কোর | প্রতিপক্ষ | ভেন্যু |
২৮ ফেব্রুয়ারী, ২০০৭ | ১৩৪* | কানাডা | আন্তেগু রেকরিশন গ্রাউন্ড স্টেডিয়াম |
১৬ এপ্রিল, ২০০৮ | ১০৮ | পাকিস্তান | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
১১ আগস্ট, ২০০৯ | ১০৪ | জিম্বাবুয়ে | কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাইও |
২৯ অক্টোবর, ২০০৯ | ১০৫* | জিম্বাবুয়ে | শের-এ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা |
১৪ অক্টোবর, ২০১০ | ১০৬ | নিউজিল্যান্ড | শের-এ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা |
২১ নভেম্বর, ২০১৪ | ১০১ | জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
৯ জুন, ২০১৭ | ১১৪ | নিউজিল্যান্ড | সোফিয়া গার্ডেন, কার্ডিফ |
৮ জুন, ২০১৯ | ১২১ | ইংল্যান্ড | সোফিয়া গার্ডেন, কার্ডিফ |
১৭ জুন, ২০১৯ | ১২৪* | ওয়েস্ট ইন্ডিজ | দ্যা কোপার এসোসিয়েট, গ্রাউন্ড স্টেডিয়াম |
ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২৪৭ |
ইনিংস | ২৩৪ |
রান | ৭৫৭০ |
সর্বোচ্চ রান | ১৩৪* |
স্ট্রাইক রেট | ৮২.৮ |
সেঞ্চুরি (১০০) | ০৯ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৬ |
ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ইনিংস | ২৪১ |
রান | ৯৩৬০ |
উইকেট | ৩১৭ |
ইকোনোমি | ৪.৪৬ |
৪ উইকেট | ১০ |
৫ উইকেট | ০৪ |

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা
দূর্ভাগ্যবশত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের কোনো সেঞ্চুরি নেই! অনেকবার সেঞ্চুরির কাছাকাছি যেয়েও সেঞ্চুরি স্বাধ নিতে পারেননি! তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ১২৯ |
ইনিংস | ১২৭ |
রান | ২৫৫১ |
সর্বোচ্চ রান | ৮৪ |
স্ট্রাইক রেট | ১২১.২ |
সেঞ্চুরি (১০০) | ০ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৩ |
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১২৬ |
রান | ৩১১৭ |
উইকেট | ১৪৯ |
ইকোনোমি | ৬.৮১ |
৪ উইকেট | ০৬ |
৫ উইকেট | ০২ |
সাকিব আল হাসানের সংক্ষিপ্ত পরিচয়
১৯৮৭ সালের ২৪ শে মার্চ,বাংলাদেশের ক্ষুদ্র একটি জেলা মাগুরা জেলা শহরে জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। সাকিবের ডাকনাম ফয়সাল। স্কুলের গন্ডি পেরোনোর আগেই ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব তার নাম এবং দেশকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়! বাংলাদেশি সকল ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সাকিব একটা তারকা।
শুধুমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্বে এখন পর্যন্ত সাকিব ই একমাত্র ক্রিকেটার, যার বিশ্বকাপের মঞ্চে সর্বনিম্ন ৮০০ রান এবং ৪০ টি উইকেট শিকার করার রেকর্ড রয়েছে। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৪৭ রান খরচ করে পাঁচ-উইকেট তুলে নেন সাকিব আল হাসান।
এক ম্যাচে একজন বোলার তার নির্ধারিত ওভারের মধ্যে পাঁচ উইকেট শিকার করলে তা বিরাট কৃতিত্ব হিসেবে ধরা হয়। এখন পর্যন্ত ৪৫ জন প্লেয়ার তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এক ইনিংসে ৫টা করে উইকেট শিকার করেছেন। তাদের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান ও একজন, যিনি একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের জুন পর্যন্ত ২১ বার পাঁচ উইকেট নেওয়া গৌরব অর্জন করেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির কে বিবাহ করেন। দুই পক্ষের আত্মীয় স্বজনরা থেকে ঢাকার একটি হোটেলে তাদের বিবাহের কাজ সম্পন্ন হয়।
আরো পড়ুন: বিরাট কোহলি রেকর্ড লিস্ট এবং সকল ফরম্যাট এর আপডেট পরিসংখ্যান
তো এই ছিলো সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
2 thoughts on “সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান”