সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান

আজকের আর্টিকেলে ক্রিকেটের এক নক্ষত্র কে নিয়ে আলোচনা করবো। সেই নক্ষত্র কে, তা হয়তো শিরোনাম দেখেই আপনারা বুঝে ফেলেছেন। হ্যাঁ, আজকে কথা বলবো ক্রিকেটের নক্ষত্র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে নিয়ে। দেশ এবং দেশের বাইরে হাজারো ফ্যান ফ্লোয়ার রয়েছে সাকিব আল হাসানের। আজকের আর্টিকেলে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারসহ তার সেঞ্চুরি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

সাকিব আল হাসান

বিশ্ব ইতিহাসে সাকিব আল হাসান ই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ও ডি আই, টি টোয়েন্টি এই তিন ফরম্যাটেই খেলোয়াড় সেরা রাঙ্কিংয়ে নাম্বার- ১ অলরাউন্ডারের খেতাব অর্জন করেছেন২০০৬ সালের আগস্ট মাসের ০৬ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অলরাউন্ডার সাকিব আল হাসানের

সাকিব আল হাসান তার ব্যাটিং নৈপুণ্য দিয়ে পুরো বিশ্বের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। তবে সময় এখন সাকিবের উল্টোদিকে বয়ে বেড়াচ্ছে। এ কারণে ক্রিকেট অঙ্গন থেকে কিছুটা দূরে রয়েছে সাকিব আল হাসান! ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্যান ফ্লোয়ারদের সাকিবকে নিয়ে মাতামাতির শেষ নেই! সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান, রেকর্ড, এবং সেঞ্চুরি জানার ব্যাপারে ভক্তকুলের আগ্রহের শেষ নেই! বিভিন্ন ওয়েবসাইটে খোঁজাখুজি করেও সঠিক তথ্য না পেয়ে হতাশ হচ্ছে! সেই সব ফ্যান ফ্লোয়ারদের জন্য আজকের আর্টিকেলে সাকিব আল হাসানের মোট সেঞ্চুরি তালিকা, পরিসংখ্যানসহ সকল বিষয়ে আলোকপাত করবো।

টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বমোট ৫ টি সেঞ্চুরি এবং ৩১ টি হাফসেঞ্চুরি করেছেন।

তারিখস্কোরপ্রতিপক্ষভেন্যু
১৫ ফেব্রুয়ারী, ২০১০১০০নিউজল্যান্ডস্যাডন পার্ক, হ্যামিলটোন
১৭ ডিসেম্বর, ২০১১১৪৪*পাকিস্তানশের-এ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
০৩ নভেম্বর, ২০১৪১৩৭*জিম্বাবুয়েশেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
১২ জানুয়ারি, ২০১৭২১৭নিউজল্যান্ডবেসিন রিজার্ভ, ওয়েলিংটন
১৫ মার্চ, ২০১৭১১৬শ্রীলঙ্কাপাইকিয়াসোতি স্টেডিয়াম, কলম্বো
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান

ম্যাচ৭১
ইনিংস১৩০
রান৪৬০৯
সর্বোচ্চ রান২১৭
স্ট্রাইক রেট৬১.৬৮
সেঞ্চুরি (১০০)০৫
হাফ সেঞ্চুরি (৫০)৩১
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান

ইনিংস১২১
রান৭৮০৩
উইকেট২৪৬
ইকোনোমি২.৯৯
৪ উইকেট১০
৫ উইকেট১৯
১০ উইকেট০২
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা

আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বমোট ৯ টি সেঞ্চুরি এবং ৫৬ টি হাফসেঞ্চুরি করেছেন।

তারিখস্কোরপ্রতিপক্ষভেন্যু
২৮ ফেব্রুয়ারী, ২০০৭১৩৪*কানাডাআন্তেগু রেকরিশন গ্রাউন্ড স্টেডিয়াম
১৬ এপ্রিল, ২০০৮১০৮পাকিস্তানমুলতান ক্রিকেট স্টেডিয়াম
১১ আগস্ট, ২০০৯১০৪জিম্বাবুয়েকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাইও
২৯ অক্টোবর, ২০০৯১০৫*জিম্বাবুয়েশের-এ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৪ অক্টোবর, ২০১০১০৬নিউজিল্যান্ডশের-এ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২১ নভেম্বর, ২০১৪১০১জিম্বাবুয়েজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৯ জুন, ২০১৭১১৪নিউজিল্যান্ডসোফিয়া গার্ডেন, কার্ডিফ
৮ জুন, ২০১৯১২১ইংল্যান্ডসোফিয়া গার্ডেন, কার্ডিফ
১৭ জুন, ২০১৯১২৪*ওয়েস্ট ইন্ডিজদ্যা কোপার এসোসিয়েট, গ্রাউন্ড স্টেডিয়াম
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান

ম্যাচ২৪৭
ইনিংস২৩৪
রান৭৫৭০
সর্বোচ্চ রান১৩৪*
স্ট্রাইক রেট৮২.৮
সেঞ্চুরি (১০০)০৯
হাফ সেঞ্চুরি (৫০)৫৬
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান

ইনিংস২৪১
রান৯৩৬০
উইকেট৩১৭
ইকোনোমি৪.৪৬
৪ উইকেট১০
৫ উইকেট০৪
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫
সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান
সাকিব আল হাসান

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা

দূর্ভাগ্যবশত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের কোনো সেঞ্চুরি নেই! অনেকবার সেঞ্চুরির কাছাকাছি যেয়েও সেঞ্চুরি স্বাধ নিতে পারেননি! তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান

ম্যাচ১২৯
ইনিংস১২৭
রান২৫৫১
সর্বোচ্চ রান৮৪
স্ট্রাইক রেট১২১.২
সেঞ্চুরি (১০০)
হাফ সেঞ্চুরি (৫০)১৩
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান

ইনিংস১২৬
রান৩১১৭
উইকেট১৪৯
ইকোনোমি৬.৮১
৪ উইকেট০৬
৫ উইকেট০২
সর্বশেষ আপডেট: ২০/০১/২০২৫

সাকিব আল হাসানের সংক্ষিপ্ত পরিচয়

১৯৮৭ সালের ২৪ শে মার্চ,বাংলাদেশের ক্ষুদ্র একটি জেলা মাগুরা জেলা শহরে জন্মগ্রহণ করেন সাকিব আল হাসানসাকিবের ডাকনাম ফয়সাল। স্কুলের গন্ডি পেরোনোর আগেই ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব তার নাম এবং দেশকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়! বাংলাদেশি সকল ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সাকিব একটা তারকা।

শুধুমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্বে এখন পর্যন্ত সাকিব ই একমাত্র ক্রিকেটার, যার বিশ্বকাপের মঞ্চে সর্বনিম্ন ৮০০ রান এবং ৪০ টি উইকেট শিকার করার রেকর্ড রয়েছে। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৪৭ রান খরচ করে পাঁচ-উইকেট তুলে নেন সাকিব আল হাসান

এক ম্যাচে একজন বোলার তার নির্ধারিত ওভারের মধ্যে পাঁচ উইকেট শিকার করলে তা বিরাট কৃতিত্ব হিসেবে ধরা হয়। এখন পর্যন্ত ৪৫ জন প্লেয়ার তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এক ইনিংসে ৫টা করে উইকেট শিকার করেছেন। তাদের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান ও একজন, যিনি একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের জুন পর্যন্ত ২১ বার পাঁচ উইকেট নেওয়া গৌরব অর্জন করেন।

সাকিব আল হাসান কত সালে বিবাহ করেছেন?

২০১২ সালের ১২ ডিসেম্বর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির কে বিবাহ করেন। দুই পক্ষের আত্মীয় স্বজনরা থেকে ঢাকার একটি হোটেলে তাদের বিবাহের কাজ সম্পন্ন হয়।

আরো পড়ুন: বিরাট কোহলি রেকর্ড লিস্ট এবং সকল ফরম্যাট এর আপডেট পরিসংখ্যান

তো এই ছিলো সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

2 thoughts on “সাকিব আল হাসানের সেঞ্চুরি তালিকা এবং সকল ফরম্যাটের আপডেট পরিসংখ্যান”

Leave a Comment